ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

শেষ মিনিটের গোলে অ্যাতলেতিকোর জয়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ এএম

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হয়নি। মোনাকোর কাছে হেরেছে। স্পেনের আর এক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের অবস্থাও একই হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা সে অবস্থা থেকে বের হয়ে আসতে পেরেছে। শেষ সময়ের গোলে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজেদের মাঠে আরবি লিপজিগকে ২-১ গোলে হারিয়েছে।

নিজেদের মাঠের খেলায় মাত্র চতুর্থ মিনিটে পিছিয়ে পড়েছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। বেঞ্জামিন সেসকো গোল করে লিপজিগকে এগিয়ে নিয়েছিলেন। একটা পাল্টা আক্রমণ থেকে জার্মান ক্লাবটিকে এগিয়ে নিয়েছিলেন সেসকো। মাদ্রিদের এ গোল হজমের পুরো দায়টা ছিল আর্জেন্টিনার ডি পলের। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে সেসকো গোলটি করেন। ২৮ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের দারুণ ভলিতে করা গোলে তারা সমতায় ফেরে।

এ গোলের পর জয়ের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করেছে তারা। সব মিলিয়ে ২০ বার লিপজিগের ওপর হামলা চালিয়েছে। কিন্তু কাজের কাজটি কিছুই হচ্ছিল না। ম্যাচে পয়েন্ট ভাগাভাগির সব আয়োজন তখন শেষ বলা যায়। আর তখনই স্বাগতিক দর্শকের আনন্দে ভাসিয়ে দেন হোসে মারিয়া গিমেনেজ। ৯০ মিনিটে তিনি গোলটি করেন। তার এ গোলের রূপকার ছিলেন গ্রিজম্যান।

AHA/FI
আরও পড়ুন