ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নতুন কোচ পেয়েই উজ্জীবিত আল নাসর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ এএম

নতুন কোচ স্তেফানো পিওলির অধীনে দারুণ সূচনা হয়েছে আল নাসরের। শুক্রবার সৌদি প্রো লিগে আল আনসর ৩-০ গোলে হারিয়েছে আল ইত্তিফাককে। ম্যাচে রোনালদো একটি গোল করেন।

সৌদি প্রো লিগে আল নাসরের অবস্থা বেশ নাজুক ছিল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে চলেছিল। এ অবস্থায় কোচ লুইস কাস্ট্রোকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে এসি মিলানের সাবেক কোচ স্তেফানো পিওলির হাতে দায়িত্ব তুলে দেয়। দায়িত্ব নিয়েই দলকে জয়ের মুখ দেখালেন পিওলি।

গত সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা ছিল আল নাসরের। শারীরিক অসুস্থতার কারণে সে ম্যাচে মাঠে নামতে পারেননি রোনালদো। এদিন মাঠে ফিরেই গোলের দেখা পান এই পর্তুগিজ তারকা। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। মৌসুমে আল নাসরের হয়ে এটা তার তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধে আল নাসরের হয়ে গোল করেন সালেম আল নাজদি ও অ্যান্ডারসন তালিসকা।

মৌসুমে আল ইত্তিফাকের এটা প্রথম হার। তবে স্টিভেন জেরার্ডের প্রশিক্ষণাধীন দলটি তৃতীয় স্থানে রয়েছে। আর নাসর উঠে এসেছে চতুর্থ স্থানে। সৌদি প্রো লিগে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে আল হিলাল। আর দ্বিতীয় স্থানে রয়েছে আল ইত্তিহাদ।

AHA/FI
আরও পড়ুন