সিরি 'আ' তে মিলান ডার্বি দারুণ জমে উঠেছে। বিশেষ করে পয়েন্ট টেবিলের লড়াইয়ে। পাঁচ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৮। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে অ্যাওয়ে ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে এসি মিলান লড়াইটা সমানে সমান করেছে। নাটকীয়ভাবে এসি মিলান ২-১ গোলে জয় পেয়েছে। এ জয়ের মাঝ দিয়ে অবশেষে ইন্টার মিলানের বিপক্ষে হারের সীমানা থেকে বের হতে পারলো এসি মিলান। টানা ছয় ম্যাচে হারের পর মিলান ডার্বিতে হাসলো এসি মিলান।
এসি মিলানের হয়ে ক্রিশ্চিয়ান পুলিসিক ও মাতেও গাবিয়া গোল করেন। ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন ফেডেরিকো ডিমার্কো।
ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ার সব আয়োজন শেষ হয়েছিল। দশম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিকের করা গোলের সুবাদে এসি মিলান এগিয়ে গিয়েছিল। তবে খুব বেশি সময় তারা এ ব্যবধান ধরে রাখতে পারেননি। ম্যাচের বয়স আধাঘণ্টা হওয়ার আগেই স্বাগতিক দলকে ম্যাচে ফিরিয়ে আনেন ফেডেরিকো ডিমার্কো। ম্যাচের ৮৯ মিনিটে মাতেও গাবিয়া গোল করে ইন্টার মিলানের বিপক্ষে এসি মিলানকে জয়ের কীর্তি এনে দেন।
এ ম্যাচের আগে এসি মিলানের অবস্থা বেশ নাজুক ছিল। সব ধরনের প্রতিযোগিতা মিলে পাঁচ ম্যাচে তাদের জয়ের সংখ্যা ছিল এক। তবে রোববারের এ জয় তাদেরকে বেশ স্বস্তি দিয়েছে। পয়েন্ট টেবিলে ইন্টার মিলানের পাশে চলে এসেছে তারা।
এই জয় এসি মিলানকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে বলে মনে করছেন গোলদাতা গাবিয়া। তিনি বলেন, জয়ের ফলে আমি যেমন খুশি তেমনি সমর্থকরা। আমাদের কোনো কিছু ভালো যাচ্ছিল না। আমার বিশ্বাস এ জয়ে আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে।
