ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিফা ফুটসাল বিশ্বকাপ

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম

আগের সব ম্যাচের মতো গোল বন্যা বইয়ে দিতে পারেনি আর্জেন্টিনা। তাসত্ত্বেও ফিফা ফুটসাল বিশ্বকাপে জয়ের ধারা ধরে রাখতে কোনো সমস্যা হয়নি সাবেক চ্যাম্পিয়নদের। ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। অ্যালান ব্রান্ডি ও রোসা গোল ‍দুটো করেন।

আগামী ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কাজাখস্তানের মুখোমুখি হবে। এর আগে ব্রাজিল মরক্কোর, ইউক্রেন ভেনেজুয়েলার ও ফ্রান্স প্যারাগুয়ের মুখোমুখি হবে।

আর্জেন্টিনা এদিন সত্যিকারভাবেই কঠিন প্রতিপক্ষের মুখে পড়েছিল। অন্য সব ম্যাচে খুব একটা ভালো না খেলতে পারলেও এ ম্যাচে ক্রোয়েশিয়া নিজেদের শক্তিশালী এক দল হিসেবে তুলে ধরেছিল। ফলে অন্য সব ম্যাচের মতো আর্জেন্টিনার আর এ ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়া সম্ভব হয়নি। তার মাঝে অ্যালান ব্রান্ডি গোল করে দলকে এগিয়ে নেন। এ গোলের সুবাদে ব্রান্ডি তার গোলের সংখ্যাকে সাতে উন্নীত করেছেন। প্রতিযোগিতায় তিনি গোলসংখ্যায় দ্বিতীয় স্থানে। সবার ওপরে রয়েছেন ব্রাজিলের মার্সেল। তার গোলের সংখ্যা ৯।

একই দিন অনুষ্ঠিত অন্য ম্যাচে ফ্রান্স ৫-২ গোলে থাইল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

AHA/FI
আরও পড়ুন