ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাম্পিয়ন্স লিগ

সুইস ক্লাবকে উড়িয়ে দিল বার্সেলোনা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৩৫ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে নিজেদের মাঠের খেলায় তারা সুইস ক্লাব ইয়াং বয়েজকে উড়িয়ে দিয়েছে। জয় পেয়েছে ৫-০ গোলে। রবার্ট লেভানদোভস্কি জোড়া গোল করেছেন। রাফিনহা ও ইনিগো মার্টিনেজ একটি করে গোল করেছেন। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বার্সেলোনার জন্য ছিল অস্বস্তিকর। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছে ফ্রেঞ্চ ক্লাব এএস মোনাকোর। সে ম্যাচে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা।

ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে বার্সেলোনা। টানা সাত ম্যাচ জয়ের পর সর্বশেষ ম্যাচে হেরেছে তারা। ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের ধাক্কা সামলে ওঠা কষ্টকরই ছিল বটে। তবে হ্যান্সি ফ্লিকের প্রশিক্ষণকালীন দলটি দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ম্যাচের শুরুতেই বার্সেলোনা সমর্থকদের সব উদ্বেগ দূর করে দেন রবার্ট লেভানদোভস্কি। অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পান তিনি। ব্রাজিলের রাফিনহা ও টিনএজ সেনসেশন লামিনেয় ইয়ামালের রসায়নে তৈরি হওয়া সুযোগটি কাজে লাগান লেভানদোভস্কি। ৩০ মিনিটের সময় সফরকারী দল সমতা আনার দারুণ সুযোগ পেয়েছিল। ইবরিমা কোলে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি। গোল করার জন্য যতটা শক্তিশালী শট প্রয়োজন ছিল তা তিনি নিতে পারেননি। তাছাড়া তার দুর্বল শট পোস্টেও থাকেনি।

প্রথমার্ধে মাত্র তিনি মিনিটের ব্যবধানে বার্সেলোনা জোড়া গোলের দেখা পান। রাফিনহা ৩৪ মিনিটে ও ইনিগো মার্টিনেজ ৩৭ মিনিটে গোল করেন। বিরতির পর লেভানদোভস্কি ৫১ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন। ৮১ মিনিটে ইয়াং বয়েজের মোহাম্মদ আলী কামারা নিজেদের জালে বল জড়িয়ে দিলে বার্সেলোনা বড় জয় নিশ্চিত হয়।

AHA/SM
আরও পড়ুন