ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইংলিশ প্রিমিয়ার লিগে জিতলো ম্যানসিটি ও আর্সেনাল

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:২৫ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানসিটি ও আর্সেনালের মাঠে প্রতিপক্ষরা লিড নিলেও তা ধরে রাখতে পারেনি। মাতেও কোভাচিচের জোড়া গোলে ফুলহ্যামকে ৩-২ এ হারিয়েছে সিটিজেনরা। আর আর্সেনাল ৩-১ গোলে জিতেছে সাউদাম্পটনের বিপক্ষ।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি বল দখলে আধিপত্য দেখালেও ফুলহ্যাম এগিয়ে যায়। ২৬তম মিনিটে রাউল জিমেনেজের ব্যাক হিলে বল পেয়ে আন্দ্রেস পেরেইরা জাল কাঁপান। ছয় মিনিট পর কোভাচিচ সমতা ফেরান। ফুলহ্যাম কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হলে প্রথম ছোঁয়াতেই জালে বল জড়ান সিটি মিডফিল্ডার।


দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মধ্যে কোভাচিচ এগিয়ে দেন ম্যানসিটিকে। জ্যাক গ্রিলিশের পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোর ২-১ করেন তিনি।

৮২ মিনিটে জেরেমি ডোকু ব্যবধান দুই গোলের করেন। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রদ্রিগো মুনিজের গোলে ফুলহ্যাম ঘুরে দাঁড়ানোর আভাস দেয়।

বাকি সময়ে লিড ধরে রেখে ম্যানসিটি জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে ম্যানসিটি। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক পয়েন্ট পেছনে টানা চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে আর্সেনাল এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে।

নামের পাশে মাত্র একটি পয়েন্ট নিয়ে এমিরেটসে যাওয়া ১৯তম দল সাউদাম্পটন চমক দেখিয়ে লিড নেয়। ৫৫ মিনিটে ক্যামেরন আর্চার জাল কাঁপান। তিন মিনিট পর বুকায়ো সাকার বাড়ানো বলে কাই হ্যাভার্জ গোল শোধ দেন।

তারপর গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ৬৯তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন। এই গোলেও সাকা অ্যাসিস্ট করে অবদান রাখেন। ইংলিশ তারকা নিজে ৮৮তম মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান।

এই জয়ে আর্সেনাল ম্যানসিটির সমান ১৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে।

MMS
আরও পড়ুন