ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

থুরামের হ্যাটট্রিকে ইন্টার মিলানের কষ্টার্জিত জয়

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪১ এএম

মার্কাস থুরামের হ্যাটট্রিকে সিরি ‘আ’তে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মিলান। শনিবার (৫ আক্টোবর) রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা তোরিনোকে ৩-২ গোলে হারিয়েছে। থুরাম ২৫, ৩৫ ও ৬০ মিনিটে গোল তিনটি করেন। নিজেদের মাঠের এ জয়ের ফলে ইন্টার মিলান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৪। তাদের থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে নাপোলি।

ইন্টার মিলানের জন্য এ ম্যাচটি আরও কঠিন হতে পারতো। হয়তো পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হতো তাদের। তবে গুইলারমো মারিপানের লাল কার্ড তাদের স্বস্তি এনে দেয়। তোরিনোর এই ডিফেন্ডার ম্যাচের ২০তম মিনিটে লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ফলে ম্যাচের লম্বা একটা সময় তাদের একজন কম নিয়ে খেলতে হয়েছে।

ইন্টার মিলান তাদের প্রথম গোল পায় ২৫তম মিনিটে। থুরাম তোরিনোর পোস্টের খুব কাছ থেকে হেড করে প্রথম গোল করেন। তার পাঁচ মিনিটে আগে থুরামকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করে মারিপানে লাল কার্ড দেখেন। মারিপানের এই লাল কার্ড ইন্টার মিলানের জন্য গোলের পথটা সহজ হয়ে যায়।

প্রথম গোলের দশ মিনিট পর থুরাম আবার স্কোরশিটে নাম লেখান। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে আবার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এর আগে প্রথমার্ধে ডুভান জাপাতা গোল করে ব্যবধান ২-১ করেছিলেন। আর ৮৬ মিনিটে নিকোলা ভ্লাসিক পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন। তবে দল হার থেকে রক্ষা পায়নি।

AHA/FI
আরও পড়ুন