বিশ্বকাপ বাছাই ফুটবলে জয়ের খোঁজে থাকা ব্রাজিল অবশেষে কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলায় অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে তারা হারিয়েছে চিলিকে। ৯ ম্যাচে ব্রাজিলের এটা চতুর্থ জয়। ১৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। চিলি ৫ পয়েন্ট নিয়ে তলানিতে।
জয় পেলেও ম্যাচে কিন্তু ব্রাজিল একটু স্বস্তিতে ছিল না। বরং হারের শঙ্কা তাদের ভালোভাবে পেয়ে বসেছিল। অ্যাওয়ে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতেই ব্রাজিল পিছিয়ে পড়েছিল। মাত্র দ্বিতীয় মিনিটে এডুয়ার্ডো ভার্গাসের গোলে চিলি এগিয়ে গিয়েছিল।
সময় পার হয়, কিন্তু ব্রাজিলের গোল আর পরিশোধ হয় না। অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে ইগর জেসাসের গোলে তারা সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে ভালোভাবেই খেলা নিয়ন্ত্রণ করেছে ব্রাজিল। তার ফসলও তারা ঘরে তুলেছে। খেলার একেবারে অন্তিম মুহুর্তে বদলি খেলোয়াড় লুইস হেনরিকের গোলে তারা জয়ের দেখা পায়। এ গোলের মাঝ দিয়ে সাবেক চ্যাম্পিয়নদের ভান্ডারে মূল্যবান ৩ পয়েন্ট যোগ হয়। শীর্ষ থাকা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে তাদের বর্তমান পয়েন্টের ব্যবধান ৬। আর্জেন্টিনার ১৯, ব্রাজিলের ১৩।
এদিন অনুষ্ঠিত অন্য ম্যাচে বলিভিয়া ১-০ গোলে কলাম্বিয়াকে হারিয়েছে। ইকুয়েডর ও প্যারাগুয়ে ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
