উয়েফা নেশনস লিগে নিজেদের অবস্থানটা ভালো করার সুযোগ পেয়েছিল ওয়েলস। কিন্তু সামনে পাওয়া সুযোগ হেলায় হারিয়েছে ওয়েলস। আইসল্যান্ডের সঙ্গে দুই গোলে এগিয়ে থেকে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ব্রেনান জনসন ও হ্যারি উইলসনের দুই গোলের সুবাদে ওয়েলস আধা ঘণ্টার মধ্যে দুই গোলে এগিয়ে যায়। ব্রেনান ১১ মিনিটের সময় গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। ২৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন হ্যারি উইলসন। ওয়েলস দুটো গোলই প্রায় একইভাবে পায়।
দুই গোলে পিছিয়ে পড়লেও লড়াইয়ে হাল ছাড়েনি আইসল্যান্ড। দ্বিতীয়ার্ধে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মাত্র তিন মিনিটের মধ্যে তারা দুই গোল ফিরিয়ে দিয়ে ওয়েলসকে চমকে দেয়। ৬৯ মিনিটে লোগি টোমাসন গোল করেন। এই গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতে ওয়েলস দ্বিতীয় গোল হজম করে। এটি ছিল আত্মঘাতি গোল।
পয়েন্ট হারানোর কারণে ওয়েলস গ্রুপে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে। তিন খেলা শেষে তাদের পয়েন্ট ৫। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তুরস্ক। তারাও তিন ম্যাচ খেলেছে। আইসল্যান্ডের পয়েন্ট ৪। পয়েন্ট টেবিলের সবার নিচে মন্টেনেগ্রো। তিন ম্যাচ খেলেও তারা এখনো পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। শুক্রবার রাতে তারা তুরস্কের কাছে ১-০ গোলে হেরেছে।
ম্যাচটি উপভোগের জন্য ৫২০০ দর্শক উপস্থিত ছিল। ওয়েলসের দর্শকও কম ছিল না। ম্যাচটি দেখতে এক হাজার দর্শক ওয়েলস থেকে এসেছিল।
