ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টানা ড্র’য়ের পর জয়ের দেখা পেল রিয়াল

দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দেখায় টানা তিন ম্যাচ ড্র হওয়ার পর অবশেষে ২-১ গোলে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। 

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১০:১৬ এএম

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর খেলা মঙ্গলবার রাতে শুরু হয়েছে। আর সে ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই নগরপ্রতিদ্বন্দ্বীর দেখায় টানা তিন ম্যাচ ড্র হওয়ার পর অবশেষে ২-১ গোলে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ মার্চ) রাত ২টায় মুখোমুখি হয়েছিল মাদ্রিদের এই দুই ক্লাব। আর তাতেই সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাটলেটিকোকে হারালো রিয়াল।  

দুই নগরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে রিয়ালের ব্রাহিম দিয়াজ দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন। তার আগে রদ্রিগোর গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও জুলিয়ান আলভারেজ সমতা ফেরান। তাতে মাদ্রিদ ডার্বিতে টানা চতুর্থ ড্রয়ের ইঙ্গিত মিলেছিল। যদিও এক বছরেরও বেশি সময় পর রিয়াল অ্যাটলেটিকোকে হারালো। আগের চারবারের দেখায় তারা একটি হারের পর টানা তিন ম্যাচে ড্র করেছিল।

বার্নাব্যুতে রিয়াল কিক অফের চার মিনিট পর রদ্রিগো গোলমুখ খোলেন। অ্যাটলেটিকো হাল ছাড়েনি। ৩২তম মিনিটে চমৎকার স্ট্রাইকে আলভারেজ সমতা ফেরান। রিয়াল পার্থক্য গড়ে দেয় ৫৫তম মিনিটে। অ্যাটলেটিকোর বক্সে জটলার মধ্যে থেকে অল্প জায়গা তৈরি করেন দিয়াজ। তারপর নিচু শটে জান ওবলাকের দূরের পোস্ট দিয়ে জালে জড়ান।

AHA
আরও পড়ুন