ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উয়েফা নেশনস কাপ

হারের ধাক্কা সামলে জয়ের ধারায় ইংল্যান্ড

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ এএম

উয়েফা নেশনস লিগে গ্রিসের কাছে হারের ধাক্কা সামলে আবার জয়ের ধারায় ফিরেছে ইংল্যান্ড। রোববার (১৩ অক্টোবর) রাতে হেলসিংকি অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ফিনল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। জ্যাক গ্রেলিস, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও ডেকলান রাইস গোল করেন।

এ জয়ের ফলে ইংল্যান্ড গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। চার ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৯। সমান পয়েন্ট নিয়ে গ্রুপে নেতৃত্ব দিচ্ছে গ্রিস। রোববার রাতটা গ্রিসের জন্য মোটেও স্বস্তির ছিল না। নিজেদের মাঠে তারা আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।

গ্রিসের কাছে হারের লজ্জা ভুলতে এদিন ম্যাচের শুরু থেকেই ফিনল্যান্ডের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ইংল্যান্ড। দ্রুত তার ফসলও তারা ঘরে তুলে নেয়। ১৮ মিনিটে জ্যাক গ্রেলিসের গোলে তারা এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে তারা জোড়া গোল করে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আর্তু হসকোনেন ব্যবধান কমিয়ে ৩-১ করেন।

ম্যাচ শেষে গ্রেলিশ বলেন, আমার মনে হয় আমাদের আরো বেশি গোল পাওয়া উচিত ছিল। বিশেষ করে ম্যাচের শেষ দিকে আমাদের খেলা আরো বেশি আক্রমণাত্মক ছিল। প্রথমার্ধ আমাদের জন্য খুব কঠিন ছিল। বিরতির আগে একটা গোল পাওয়ায় আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল। তখন থেকে আমরা ম্যাচে আধিপত্য করতে শুরু করি।

গ্রিসের কাছ হারা দলটায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন ইংল্যান্ড। সেই দলের ছয় খেলোয়াড়কে বাইরে রেখে এ ম্যাচের দল সাজানো হয়েছিল। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছিলেন হ্যারি কেন।

AHA/FI
আরও পড়ুন