ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নারী টি-২০ বিশ্বকাপ

পাকিস্তান ও ভারতের বিদায়

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ এএম

সেমিফাইনালে খেলার সম্ভাবনা ধরে রাখতে পাকিস্তানের সামনে জয়ের বিকল্প ছিল না। সেই সাথে রান রেটের দিকে মনোযোগী হওয়ারও প্রয়োজন ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তান জয় তো দূরের কথা, যাচ্ছেতাইভাবে বিধ্বস্ত হয়েছে। এতে নারী টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। তাদের হারের ফলে ভারতেরও বিদায় নিশ্চিত হয়েছে।

ভারত ও পাকিস্তানের বিদায়ে ‘এ‌’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চার ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ পয়েন্ট, নিউজিল্যান্ডের পয়েন্ট ৬। ভারতের পয়েন্ট ৪, পাকিস্তানের ২।

পাকিস্তানের হারের ফলে ভারতেরও বিদায় হয়েছে। এ ম্যাচে পাকিস্তান জয় পেলে ভারতের সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা থাকতো।

৫৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের ১১০ রানের জবাবে ৫৬ রানে অল আউট হয়েছে তারা। সেমিফাইনালে খেলতে পাকিস্তানকে এই রান ১২ ওভারে টপকাতে হতো। কিন্তু ১২ ওভার শেষ হওয়ার আগেই তারা অল আউট হয়েছে।

পাকিস্তানের বোলাররা অবশ্য দারুণ বোলিং করেছে। নিউজিল্যান্ডকে স্বল্প রানে বেঁধে ফেলার একটা সম্ভাবনা তারা তৈরি করেছিল। কিন্তু ফিল্ডারদের কাছ থেকে বোলাররা কোনো সহায়তা পায়নি। ইনিংস পাকিস্তানের ফিল্ডাররা আটটি ক্যাচ ফেলেছে।

SN/FI
আরও পড়ুন