ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বার্সার ১২৫তম জন্মদিনে মেসির আবেগঘন বার্তা

বার্সার জার্সিতে চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ ৩৪ মেজর শিরোপা জিতেছেন মেসি। ৮ ব্যালন ডি’অরের ৭টিই পেয়েছেন বার্সায় পারফর্ম করে।

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১২:২১ পিএম

১৮৯৯ সালের ২৯ নভেম্বর যাত্রা শুরু করে বার্সেলোনা ক্লাবটি আজ পূর্ণ করল ১২৫ বছর। ক্লাবটির সঙ্গে জড়িয়ে আছে লিওনেল মেসির শৈশব। ক্লাবটি ছাড়ার তিন বছর পেরিয়ে গেলেও এখনো ক্লাবটির প্রতি টান অনুভব করেন মেসি। ক্লাবটিকে কতটা মনে পড়ে সেটা ফুটে উঠেছে তাঁর কথায়।

বার্সার জন্মদিন উপলক্ষ্যে ‘থ্রি ক্যাট’ নামে অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বজয়ী এ ফুটবলার বলেন, ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্লাবটিকে আমি অভিনন্দন জানাচ্ছি। ক্লাবটির অংশ হওয়া এবং বার্সেলোনার ভক্ত হওয়া আমার জন্য অনেক গর্বের বিষয়। এটা একটা বিশেষ ক্লাব, অন্য সবার থেকে আলাদা। সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে এই জায়গায় এসেছে। কারণ, ফুটবলে ব্যাপারগুলো এইভাবে ঠিক করা হয়।

নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব, গ্রান্দোলি ক্লাবে শৈশবে খেললেও মেসি নামডাক কুড়িয়েছেন বার্সেলোনা ক্লাবে খেলে। ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও থেকে স্পেনের বার্সেলোনায় যোগ দিয়েছেন ১৩ বছর বয়সে। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত ১৭ বছরের ক্যারিয়ারে বার্সায় মনে রাখার মতো অনেক মুহূর্ত তিনি কাটিয়েছেন। বার্সেলোনার জার্সিতে চারবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১০টি লা লিগার শিরোপাসহ ৩৪ মেজর শিরোপা জিতেছেন। ৮ ব্যালন ডি’অরের ৭টিই পেয়েছেন বার্সায় দুর্দান্ত পারফর্ম করে।

মূল দলে খেলাসহ বার্সেলোনায় সব মিলিয়ে প্রায় দুই দশক কাটিয়েছেন মেসি। এই সময়ে নেইমার, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতসসহ অনেক তারকা ফুটবলারের সঙ্গেই ক্লাবটিতে খেলেছেন তিনি। পেপ গার্দিওলা, জেরার্দো তাতা মার্তিনোর মতো কোচদের অধীনে মেসি খেলেছেন বার্সাতেই।

আর্জেন্টাইন তারকা ফুটবলার বলেন, আমি অনেক ভাগ্যবান যে সৃষ্টিকর্তা আমাকে এখানে নিয়ে এসেছেন এবং অসাধারণ এই ক্লাবে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি। বার্সেলোনাকে প্রথম দল হিসেবে প্রতিনিধিত্ব করার অর্থ আমি ভালোবেসে ফেলেছি এবং আমার জন্য এটা অনেক গর্বের বিষয়। এই ক্লাব, শহর, মানুষ ও তাদের ভালোবাসা অনেক মিস করি। সব সময়ের মতো আমি আশা করি সাফল্যের ধারা ধরে রাখতে পারব এবং এই ক্লাব আরও উন্নত হবে।

JA
আরও পড়ুন