ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর পথে পিএসজি-জুভেন্টাস ও ডর্টমুন্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম

পিএসজির জার্সিতে আবারও উসমান দেম্বেলে ম্যাজিক। চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। দলের হয়ে জোড়া গোল করেন দেম্বেলে, অন্যটি আসে ভিতিনহার পা থেকে। 

প্লে-অফের প্রথম লেগে পিএসজি ৩-০ গোলে ব্রেস্টকে, জুভেন্টাস ২-১ গোলে পিএসভি আইন্দোভেনকে এবং বরুসিয়া ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে।

ব্রেস্টের মাঠে ২১ মিনিটে এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে পেনাল্টিতে গোল করেন ভিটিনহা। প্রথমার্ধের শেষ মিনিটে পিএসজিকে ডাবল লিড এনে দেন উসমান ডেম্বেলে। ২-০ গোলে লিড নেয় পিএসজি।

৬৬ মিনিটে নিজের তৃতীয় গোল করেন ডেম্বেলে। শেষ ১০ ম্যাচে ১৮তম গোল দেম্বেলের। পিএসজির হয়ে এই ১০ ম্যাচের প্রতিটায় ফ্রেঞ্চ অ্যাটাকারের নাম। সব মিলিয়ে ২৩ গোল করেছেন চলতি মৌসুমে। যার মধ্যে স্বদেশি ব্রেস্তের বিপক্ষেই ৭টি। 

ডেম্বেলের জোড়া গোলে শেষ পর্যন্ত ৩-০ স্কোরে জয় পায় পিএসজি। দেম্বেলে ম্যাজিকে প্রথম লেগ শেষে পরের রাউন্ডে এক পা দিয়েই রাখলো পিএসজি। ম্যাচের বাকি সময়টায় ব্যবধান বাড়ানোর চেষ্টা ছিলো, তবে বদলায়নি স্কোরকার্ড। দ্বিতীয় লেগে ঘরের মাঠে খেলবে ফরাসি জায়ান্টরা।

ঘরের মাঠে আইন্দোভেনকে হারাতে বেগ পেতে হয়েছে জুভেন্টাসকে। ৩৪ মিনিটে ওয়েস্টন ম্যাকেনি প্রথম গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন।

৫৬ মিনিটে আইন্দোভেনকে লড়াইয়ে ফেরান ইভান পেরিসিচ। ম্যাচে ১-১ সমতা আসার পর  আক্রমণের ধার বাড়িয়ে দেয় জুভেন্টাস। অবশেষে ৮২ মিনিটে স্যামুয়েল এমবাঙ্গুলার গোলে ২-১ লিড নেয় তারা। ম্যাচের বাকী সময় আর কোন গোল না হলে একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে  জুভেন্টাস।

এদিকে রাতে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটির হয়ে গোল করেন আদিয়েমে, প্যাসকেল গ্রোস এবং সেরহাউ গিরাসি।

 

AA
আরও পড়ুন