ভারতের দর্শকরাও বরণ করে নিল হামজাকে

ম্যাচের আগে মুনাজাত ধরে স্রষ্টাকে স্মরণ করা হামজার রেওয়াজ। সে রেওয়াজটা মঙ্গলবারও (২৫ মার্চ) করলেন। জাতীয় সঙ্গীত শেষ হতেই মাঠে দাঁড়িয়ে মুনাজাত ধরেন তিনি। 

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৮:৩০ পিএম

ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছেন। বহুল প্রতীক্ষিত অভিষেক হয়ে গেল তার। 

স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে প্রথমবারের মতো গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি। এই ম্যাচে স্বাভাবিকভাবেই বাংলাদেশের দর্শক একেবারে নেই শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারিতে। সে কারণে গ্যালারি থেকে সমর্থন পাওয়া আর হচ্ছে না বাংলাদেশের।

তবে হামজা চৌধুরীর জন্য পরিস্থিতিটা আলাদা। ইংল্যান্ডের ফুটবল মাতিয়ে এসে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ তার। একজন এফএ কাপজয়ী ফুটবলার উপমহাদেশের কোনো দলের হয়ে খেলছেন, এমন কিছু এ অঞ্চলের ফুটবলের জন্যই বিশেষ এক মুহূর্ত।

ভারতের দর্শকরা বিষয়টার কদর করতে ভোলেননি। দুই দলের একাদশ ঘোষণার সময় যখনই জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাইকে বেজে উঠল হামজার নাম, তখন বিশাল হর্ষধ্বনিতে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের এই মিডফিল্ডারকে। 

ম্যাচের আগে মুনাজাত ধরে স্রষ্টাকে স্মরণ করা হামজার রেওয়াজ। সে রেওয়াজটা মঙ্গলবারও (২৫ মার্চ) করলেন। জাতীয় সঙ্গীত শেষ হতেই মাঠে দাঁড়িয়ে মুনাজাত ধরেন তিনি। 

শিলংয়ের পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন তপু বর্মন। গোলকিপার হিসেবে খেলছেন মিতুল মার্মা। ৮ নাম্বার জার্সি পরে হামজা চৌধুরী মিডফিল্ডার হিসেবে এই ম্যাচে খেলছেন। 

বাংলাদেশ একাদশ: তপু বর্মন (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, শাহরিয়ার ইমন, রাকিব হাসান, শাকিল তপু, মিতুল মার্মা (গোলকিপার), তারিক রায়হান কাজী, মুজিবুর জনি, সাদ উদ্দিন। 

NC/br