বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের আবহ ছিল উত্তেজনায় ঠাসা। গ্যালারির এক পাশে বিশাল বসুন্ধরা কিংসের পতাকার পাশাপাশি শোভা পাচ্ছিল ফিলিস্তিনের ছোট-বড় বেশ কিছু পতাকা। অন্য পাশে মোহামেডান আলট্রাসের ব্যানার ও সাদাকালো সমর্থকেরা উপস্থিত ছিলেন ঢোল-বাদ্যের তালে। যদিও দর্শকসংখ্যা ছিল তুলনামূলক কম, মাঠের ভেতর দুই দলের খেলা ও গ্যালারির উত্তেজনা ছিল পরিপূর্ণ এক 'বড় ম্যাচের' পরিচয়।
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ রাউন্ডের এই হাইভোল্টেজ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। উল্লেখযোগ্য যে, ম্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও মাঝখানে থাকা কাঁটাতারের বেড়া ও নিরাপত্তার কারণে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মাঠে পানির বোতল ছোড়ার কারণে খেলাটি প্রায় সাত মিনিট বন্ধ ছিল।
এ জয়ে ১১ ম্যাচ শেষে মোহামেডান তাদের সংগ্রহ দাঁড় করিয়েছে ৩০ পয়েন্টে, যা লিগ টেবিলের শীর্ষে অবস্থানের জন্য যথেষ্ট। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আবাহনী লিমিটেড, যারা একই দিনে ওয়ান্ডারার্সকে ৪-১ ব্যবধানে হারিয়ে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আবাহনীর হয়ে দুটি গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল, আর বাকি দুটি আসে সুমন রেজা ও মোহাম্মদ হৃদয়ের পা থেকে।
বসুন্ধরা কিংসের জন্য দিনটি হতাশারই ছিল। ২০ পয়েন্টে থাকা এই দলটি প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ শিরোপার লক্ষ্যে খেলছে, কিন্তু এই হারের ফলে তাদের সম্ভাবনায় বড়সড় ধাক্কা লেগেছে। ঈদের ছুটির পর এটি কিংসের টানা দ্বিতীয় হার। ফেডারেশন কাপের কোয়ালিফায়ারেও তারা ১০ জনের আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে হেরে যায়।
