লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। এর মধ্য দিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেলো হাভিয়ের মাসচেরানোর দলটি।
বৃহস্পতিবার (২৯ মে) নিজেদের মাঠে মেজর লিগ সকারের ম্যাচে কানাডিয়ান ক্লাব মন্ট্রিলকে ৪-২ গোলে হারায় ইন্টার মায়ামি।
ম্যাচের ২৭ ও ৮৭তম মিনিটে দুটি গোল করেন মেসি। ৭১তম মিনিটে ডি-বক্সে চমৎকার ড্রিবলিংয়ের পর সুয়ারেজকে দিয়ে করান আরও একটি গোল। এর তিন মিনিট আগেই ম্যাচে নিজের প্রথম এবং ক্যারিয়ারের ৫০০তম গোলটি করেন সুয়ারেজ।
তবে এই জয়ের ম্যাচেও রক্ষণভাগে দুর্বলতা ছিল স্পষ্ট। একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে মন্ট্রিল হয়তো ম্যাচে ভালো ফল নিয়ে ফিরতে পারত। ৭৪তম এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুই গোল করে ব্যবধান কিছুটা কমায় সফরকারীরা।
শেষ আট ম্যাচে এটি মায়ামির দ্বিতীয় জয়। ১৫ ম্যাচ শেষে ৭ জয় ও ৬ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।
টিভিতে যেসব খেলা দেখা যাবে আজ