আল নাসরকে বিদায় ও নতুন ঠিকানায় যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে আল নাসরের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন এই তারকা ফুটবলার।
বৃহস্পতিবার (২৬ জুন) সৌদি আরবের ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি সই করেছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে নতুন খবর হচ্ছে আড়াই বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এবার যা ব্তেন পাবেন, সেটি চোখ কপালে ওঠার মতো!
ওয়ার্ল্ড সকার টক-এর তথ্য অনুযায়ী, দুই মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছে আল নাসর। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৮৯১ কোটি টাকার মতো।
রোনালদোর প্রসঙ্গ যেখানে লিওনেল মেসির নাম সেখানে আসবেই। রোনালদো এমন অবিশ্বাস্য আয় করছেন, মেসির আয় জেনে অবাক হতে পারে ফুটবল দুনিয়া। রোনালদো এবার এক মাসে যা আয় করবেন, সেটি যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মিয়ামির হয়ে মেসির এক বছরের আয়ের অধিক।
গোলডটকমের এক প্রতিবেদনে জানা গেছে, মেসি ইন্টার মিয়ামিতে বছরে ২০ মিলিয়ন ডলার আয় করেন। রোনালদো নতুন চুক্তিতে এক মাসেই আয় করবেন ৩৯ মিলিয়ন ডলার, যা মেসির এক বছরের আয়ের প্রায় দ্বিগুণ।
ফলে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট রোনালদোই। এবং ৪০ বছর বয়সে রোনালদো পারফরম্যান্সের দিক থেকেও লড়াই করছেন ২৮ বছরের যুবকদের সঙ্গে।
আল নাসরে রোনালদোর ইমপ্যাক্ট শুধু মিডিয়া হাইপ নয়। মাঠেও নিজেকে যেভাবে প্রমাণ করেছেন, বয়সটা যেন রোনালদোর কাছে কেবলই একটি সংখ্যা। সৌদি ক্লাবে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। এই বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা রোনালদো দারুণ খেলছেন পর্তুগালের হয়েও। সম্প্রতি রোনালদো জিতেছেন উয়েফা নেশন্স লিগ।
