ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল, মেসির দুরন্ত ছুটে চলা

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

মেজর লিগ সকারে মেসির দুর্দান্ত ফর্ম অব্যাহত, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। আজ ভোরে চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এসসির বিপক্ষে তার জোড়া গোলে ভর করে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের ১৭তম মিনিটেই মেসির ঝলক। ফাউলের পর পাওয়া ফ্রি কিকে চমৎকার নিচু শটে মানব দেয়াল ও গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এই গোলের মাধ্যমে তিনি ফ্রি কিক থেকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হিসেবে উঠে আসেন (৬৯টি গোল), পেছনে ফেলেন ব্রাজিলের মার্কোস আসুনসিওকে (৬৮)। তার সামনে আছেন কেবল জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস একটি বড় ভুল করে বল উপহার দেন মেসিকে, যেটি সহজেই জালে জড়ান তিনি। এটাই হয় মেসির দ্বিতীয় গোল। তার আগে ৪৯তম মিনিটে ন্যাশভিল হ্যানি মুখতারের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল।

মেসি এই নিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন—একটি নজিরবিহীন কীর্তি। তার জোড়া গোলের শিকার হয়েছে মন্ট্রিয়ল (দুইবার), কলম্বাস, নিউ ইংল্যান্ড এবং সর্বশেষ ন্যাশভিল।

এই জয়ে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট, ইস্টার্ন কনফারেন্সে এখন তারা পঞ্চম স্থানে। ৩ ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে ন্যাশভিল আছে তিনে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৩ (২২ ম্যাচে)।

বয়সের ভারকে চ্যালেঞ্জ জানিয়ে লিওনেল মেসি যেন প্রমাণ করছেন, ফুটবলে পারফরম্যান্সের কোনো বয়স নেই!

আরও পড়ুন