লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে হারের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে একাধিক খেলোয়াড় ও স্টাফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত ফাইনালে হারের পর ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ছোড়েন এবং এক খেলোয়াড়ের গায়ে হাত তোলেন এমন অভিযোগে তাকে লিগস কাপে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে ৩টি ম্যাচ কার্যকর হবে গ্রুপপর্বে বাকি ৩টি নকআউট পর্বে। ফলে ইন্টার মায়ামি যদি আবারও ফাইনালে উঠতে না পারে, তাহলে পুরো আসরেই মাঠে নামা হবে না সুয়ারেজের।
সুয়ারেজের পাশাপাশি শাস্তি পেয়েছেন তার সতীর্থরাও। সার্জিও বুসকেটসকে ২ ম্যাচ নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করা হয়েছে। টমাস অ্যাভিলেস পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা। সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্ট নিষিদ্ধ হয়েছেন ৫ ম্যাচের জন্য।
এই ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুয়ারেজ লিখেছেন, এটি ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার মুহূর্ত, যা কখনোই হওয়া উচিত নয়। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।
অন্যদিকে, সুয়ারেজের আগের বিতর্কিত কাণ্ডগুলো আবারও আলোচনায় এসেছে। ২০১০ বিশ্বকাপে ইচ্ছাকৃত হ্যান্ডবল।তিনবার প্রতিপক্ষকে কামড় দেওয়ার ঘটনা। এইসব কাণ্ডে আগেও বহুবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন তিনি।
লিগস কাপের ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাই এই শাস্তির মূল প্রেক্ষাপট। এর ফলে আসন্ন ম্যাচগুলোতে ইন্টার মায়ামিকে মাঠে নামতে হবে বুসকেটস, সুয়ারেজ ও অ্যাভিলেস ছাড়া যা দলের জন্য গুরুতর ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
রোনালদোর পর্তুগালের ম্যাচসহ টিভিতে যেসব খেলা
ভক্তদের ভালোবাসায় বিদায় নিলেন ফুটবল জাদুকর মেসি