ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফের ইনজুরিতে নেইমার, কয়েক সপ্তাহ মাঠের বাইরে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

ঊরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন সান্তোসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তার টেস্ট করানো হয়। রিপোর্টে ইনজুরির তথ্য এসেছে।

 শনিবার (২০ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় সান্তোস ইনজুরির এ খবর জানিয়েছে।

ইনজুরি থেকে সেরে উঠে মাঠে ফিরতে নেইমারের দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। যদিও সান্তোসের মেডিক্যাল টিম কবে নাগাদ সাবেক এই বার্সা ও পিএসজি তারকা মাঠে ফিরতে পারবেন সেই ধারণা দেয়নি।

চলতি বছরের শুরুর দিকে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব ও নিজের প্রথম পেশাদার ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। এরপর এ নিয়ে তৃতীয়বার ইনজুরিতে পড়লেন তিনি।  

নেইমারের এবারের ইনজুরি সান্তোসের জন্যও বড় দুঃসংবাদ। কারণ অবনমরের ঝুঁকিতে আছে ব্রাজিলের ঐতিহাসিক ক্লাবটি। এবারের ইনজুরিতে পড়ার আগে নেইমার শেষ দশ ম্যাচের নয়টিতে শুরুর একাদশে ছিলেন।

ব্রাজিলের এই তারকা ইনজুরি প্রবণ হলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ বিবেচনায় রেখেছেন। কিন্তু কার্লোর দলে এখনো ডাক পাননি নেইমার।

কোচ কার্লো আনচেলত্তি  বলে দিয়েছেন, নেইমার কেমন খেলছেন দেখতে যাবেন না, কেবল তাকে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পূর্ণ ফিট হতে হবে।

MH/FJ
আরও পড়ুন