চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ।
শুক্রবার (২৮ নভেম্বর) শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচ জিতলো গোলাম রব্বানী ছোটনের দল। বাংলাদেশের হয়ে বায়েজিদ ও মানিক একটি করে গোল করেছেন।
আগের তিন ম্যাচে তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও ব্রুনাইয়ের সঙ্গে বেশ সহজেই জিতেছিল বাংলাদেশ। তবে সিনিয়র র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে জয় পেতে বেশ কষ্টই হয়েছে ফয়সালদের। প্রথমার্ধে বাংলাদেশ একাধিক ফ্রি-কিক ও কর্নার পেলেও কোনোটিই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে সাব্বিরের লম্বা থ্রো-ইন থেকে বল পেয়ে গোল করেন বায়েজিত। ৭২ মিনিটে ফয়সালের অসাধারণ একটি পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত একটি লম্বা শটে দর্শনীয় গোল করেন মানিক। ৮৫ মিনিটে হোসেন জুবায়ের বাহরাইনের হয়ে একটি গোল করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপের স্বাগতিক চীন আজ স্থানীয় সময় বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। ওই ম্যাচ চীন জিতলে বাংলাদেশের সমান ১২ পয়েন্ট হবে।
তাই ৩০ নভেম্বর বাংলাদেশ-চীন দুই দলের ম্যাচটি গ্রুপের অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ স্বাগতিক চীনকে হারাতে পারলে পুরুষ বয়স ভিত্তিক পর্যায়ে এশিয়ার শীর্ষ স্তরে খেলবে। চীন আজ শ্রীলঙ্কা হারালে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে। কারণ পয়েন্ট ও হেড টু হেড সমান হলে গোল ব্যবধানে তারা এগিয়ে থাকবে।
অস্ট্রিয়াকে হারিয়ে শিরোপা জিতল পর্তুগাল