ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পানি বিশুদ্ধ প্রমাণে মেয়র নিজেই নদীতে নামলেন

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১১:২৩ এএম

আগামী ২৬ জুলাই থেকে ফ্রান্সে শুরু হচ্ছে অলিম্পিক গেমস ২০২৪। এবারের আসরে ২০৬টি দেশের ১০ হাজার ৭০০ জন ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবে। কোচ, সহকারী কোচ এবং অন্য কর্মকর্তা মিলে সংখ্যা প্রায় ৩৫ হজার। এই ধরণের প্রতিযোগিতায় উন্নত দেশগুলো আয়োজক দেশের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন থাকে।

প্যারিসের সেইন নদীতে এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিন্তু এই নদীর দুষণ নিয়ে প্রশ্ন রয়েছে। প্যারিসের প্রশাসন আশ্বাস দিয়েছিল, অলিম্পিক্স শুরুর আগে নদীকে সম্পূর্ণ দুষণমুক্ত করা হবে। সেই কাজ শেষ হয়েছে। শুধু কাজ শেষ হলে তো হবে না। নদীর পানি ঠিক আছে কিনা তার প্রমাণ দরকার। আর তা প্রমাণে নদীতে নেমে পড়লেন প্যারিসের মেয়র হিদালগো। তিনি নদীতে সাঁতার কেটেছেন। এ সময় তার সঙ্গে ছিল ফ্রান্সের একাধিক সরকারি কর্মকর্তা। পানি থেকে ওঠার পর মেয়র বলেন, পানি খুবই ভালো। তবে একটু ঠান্ডা। কিন্তু সেটা খারাপ নয়।

জুন মাস থেকে প্রতিদিন নদীর পানি পরীক্ষা করা হয়েছে। এই পানিকে দূষণমুক্ত করতে প্যারিস শহরের মাঝামাঝি স্থানে ভূগর্ভস্থে বিশাল জলাধার তৈরি করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে শহরের পয়ঃপ্রণালী ব্যবস্থার এবং উন্নত করা হয়েছে বিভিন্ন কাজে ব্যবহৃত পানি দুষণমুক্ত করার ব্যবস্থা। পানির মান ঠিক রাখতে নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছিল। তা অবশ্য মানা হয়নি।

MB/WA
আরও পড়ুন