‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।। টুর্নামেন্টে ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে মেজর মো. গিয়াস উদ্দিন আহমেদ (অব.) ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও ভ্যাটারান উইনার- ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অব.), সিনিয়র উইনার- লেফট্যানেন্ট কর্নেল মো. জসিম উদ্দিন সরকার (অব.), লেডি উইনার- সালমা জেসমিন সিদ্দিকী এবং জুনিয়র উইনার- মাস্টার খান ফারহান আহমেদ পুরষ্কার প্রাপ্ত হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট বশির আহমেদ, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, লেফট্যানেন্ট কর্নেল সাইফুল ইসলাম, লেফট্যানেন্ট কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.), আর্মি গলফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চারদিনবব্যাপী ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট -২০২৫’ বুধবার (১৪ মে) শুরু হয়।
