ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ে বাড়িতে নাচলো কারাবন্দী!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম

জেল থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এক বন্দীকে বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেছে। আর এমন ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে রাজ্যের পুলিশ।

এনডিটিভি অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে বলছে, সাভোত্তম সিং ওরফে লাকি সান্ধু নামে এক ব্যক্তি অপহরণ মামলায় লুধিয়ানা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। প্রস্রাবে সমস্যার কথা জানালে ৮ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (পিজিআইএমইআর) পাঠানো হয় তাকে। 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, লুধিয়ানা পুলিশ কমিশনারেটের একটি দল লাকিকে চিকিৎসার জন্য পিজিআইএমইআরে নেয়। তবে এ সময় কারাগারের কোনো কর্মকর্তা তার সঙ্গে ছিলেন না। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তিনি পুলিশের দলটির সঙ্গে ফেরার পথে একটি বিয়ের অনুষ্ঠানে যান। যেটি ছিলো কারাগার থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রায়কোট নামক স্থানে।

পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, লাকি সান্ধু বিয়ে বাড়িতে অন্য অতিথিদের সঙ্গে হাত–পা দুলিয়ে নাচানাচি করছেন। পরে অবশ্য তিনি কারাগারে ফিরেছেন।

তবে জেল কর্তৃপক্ষ এ ঘটনা জানার পর ওই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লুধিয়ানা পুলিশ কমিশনারকে একটি চিঠি দেয়।

FI
আরও পড়ুন