গরুর খামার করেছেন ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বিশ্বমানের গরুর মাংস উৎপাদনের লক্ষ্যে খামারটি গড়ে তুলেন তিনি।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট জাকারবার্গ জানান, গবাদি পশুগুলো হলো ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির।
তিনি জানান, খামারে উৎপাদিত এক বিশেষ প্রজাতির বাদাম এবং বিয়ার খাওয়ানো হয় গরুগুলোকে। যার ফলে খামারের গরু হবে আরও সুস্থ ও তরতাজা, আর মাংস হবে আরও সুস্বাদু।
জাকারবার্গের এ পোস্ট নিয়ে, সামাজিক মাধ্যমে দারুণ আলোচনা হচ্ছে। বিশেষ করে প্রাণী অধিকার নিয়ে সচেতনদের বেশি সক্রিয় হতে দেখা গেছে। তেমনি একজন ব্যবহারকারী বলেছেন, একদিকে তিনি তার গবাদি পশুর যত্ন নেওয়ার দাবি করছেন। কিন্তু চূড়ান্ত পরিণতি হলো তিনি তাদের খাবারের টেবিলে নিয়ে আসবেন, সুতরাং যত্নটা কোথায়? এর অর্থ হলো জমি এবং সম্পদের অপচয়।
তবে সমালোচনার পাশাপাশি অনেকেই এই উদ্যোগের জন্য শুভ কামনাও জানিয়েছেন।
