বিশ্বখ্যাত আসবাবপত্র প্রতিষ্ঠান ইকেয়া ভালো ঘুমের গুরুত্ব তুলে ধরে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সুইডেনে ইকেয়ার প্রথম স্টোরে একটি বিশাল কর্মী মিলনমেলার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন ২ হাজার ৫২ জন কর্মী।
এই আয়োজনে পার্টি ড্রেসের পরিবর্তে সবাই একই রঙের টু-পিস পায়জামা সেট পরে উপস্থিত হন, যা সাধারণত ঘুমানোর সময় পরা হয়। সুইডেনের আলমহুল্টে ওই পায়জামা পার্টির আয়োজন করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। একটি ভেন্যুতে পায়জামা পরে এত বেশিসংখ্যক মানুষের জড়ো হওয়ার এটাই সবচেয়ে বড় ঘটনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইকেয়া সুইডেনের ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিকা ইঙ্গার বলেন, ‘আমরা সম্মিলিত এই প্রয়াস নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলাম, ঘুমের গুরুত্বকে তুলে ধরতে আমাদের এই একত্র হওয়া।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এসব উন্নতি সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ, ভালো ঘুম এমন কিছু হওয়া উচিত, যা প্রত্যেকে পেতে পারেন।’ সূত্র: ফক্স বিজনেস
