ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ এএম

প্রতিনিয়ত অপরাধের মাত্রা বেড়েই চলেছে। যার ফলে স্বাভাবিকভাবেই পরিবার নিয়ে বা একা ভ্রমণের জন্য বেশিরভাগ মানুষের পছন্দ নিরাপদ ও সুরক্ষিত শহর। সেই সূত্রেই নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ, দূষণমুক্ত, সর্বোচ্চ স্বাস্থ্যসেবা, সুন্দর ট্রাফিক ব্যবস্থা এবং বসবাসযোগ্য আদর্শ নগরী হিসেবে শীর্ষে উঠে এসেছে যে দেশটির নাম সেটি হলো আবুধাবি।

বিশ্বের ১০০টি নিরাপদ নগরীকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর এখন আরব আমিরাতের এই রাজধানী শহরটি। ‘গ্লোবাল স্ট্যাটিস্টিক ডাটাবেস নাম্বেও (Numbeo)’ এর সমীক্ষায় নিরাপত্তার জন্য ৮৮.২ এবং অপরাধের জন্য ১১.৮ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে শহরটি।

নিরাপদ ও বসবাসযোগ্য শহর হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার পাশাপাশি টানা ষষ্ঠবারের মতো এই সুনাম অর্জন করেছে আবুধাবি। মূলত, জীবনযাত্রার উন্নত মানের কারণে ধীরে ধীরে আবুধাবি বিশ্ববাসীর কাছে অত্যন্ত পছন্দের শহর হয়ে উঠেছে। এ ছাড়াও আমিরাতের আজমান, শারজাহ ও দুবাই রয়েছে তালিকার দ্বিতীয়, পঞ্চম ও সপ্তম স্থানে।

আন্তর্জাতিক সংস্থা নাম্বেও এর প্রকাশিত অন্য একটি জরিপ প্রতিবেদনে জানা যায়, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমানসহ মোট সাতটি প্রদেশ নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত। প্রতিটি প্রদেশে আলাদা শাসন ব্যবস্থা থাকলেও একতাই শক্তি মনে করেন তারা। আবুধাবিতে বসবাসকারী নারীপুরুষ নির্বিশেষে ৯৩ শতাংশেরও বেশি জনসাধারণ রাতের বেলায় একা একা চলাফেরা করতে নিরাপদ মনে করেন।

তাছাড়া সেখানে অপরাধের হার খুবই নিম্ন পর্যায়ে। ফলে গত কয়েক বছরে এটি পরিণত হয়েছে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনে। দেশটির বাণিজ্যিক শহর দুবাই ব্যবসা-বাণিজ্যের জন্য পরিচিতি পেলেও নিরাপত্তার ব্যাপারে শহরটি অত্যন্ত সচেতন।

বিশ্বের সব দেশের শহরগুলোর ওপর জরিপ করা এই সমীক্ষায় শীর্ষ ১০টি নিরাপদ ও বাসযোগ্য শহরের মধ্যে আমিরাতের ৪টি শহর ছাড়াও রয়েছে- কাতারের দোহা, তাইওয়ানের তাইপে, কানাডার কিউবেক সিটি, স্পেনের সান সেবাস্টিন, সুইজারল্যান্ডের বের্ন ও জার্মানির মিউনিখ শহর।

MB/FI
আরও পড়ুন