ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাড়ি থেকে রহস্যজনক ভাবে ১ লাখ ডিম চুরি

 চুরি হওয়া এই ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ডিমের দাম আকাশ ছোঁয়া হওয়ায় একটি ট্রাকের পেছন থেকে এক লাখ ডিম চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া এই ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ টাকা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। দেশটিতে সম্প্রতি ডিমের দাম আকাশ ছোঁয়ার মাঝেই এমন ঘটনা ঘটল। এই চুরির রহস্য ভেদ করতে গিয়ে ঘাম ঝরছে পেনসিলভানিয়া পুলিশের। ডিম চুরি যাওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ এ রহস্যের কোনো কূলকিনারা খুঁজে পায়নি।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার বলেন, বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছি। তাই আমাদের আশা, কেউ না কেউ কিছু না কিছু জানবে, তারা আমাদের ফোন করবে এবং এই চুরির ঘটনার বিষয়ে কোনো তথ্য দেবে।

পুলিশ নিজেরাও সম্ভাব্য প্রত্যক্ষদর্শী কাউকে খুঁজে বের করার চেষ্টা করছেন। সিসিটিভি ফুটেজ ঘেঁটে অপরাধীদের শনাক্ত করার চেষ্টাও চলছে। এই রহস্য ভেদ করতে সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে পুলিশ।

বহু বছর ধরে পুলিশ বিভাগে কাজ করছেন ফ্রেজার। তিনি বলেন, আমার পেশাজীবনে আমি কখনো এক লাখ ডিম চুরি যাওয়ার কথা শুনিনি। নিশ্চিতভাবেই এটা অন্য রকম। যত দ্রুত সম্ভব চুরি রহস্যের সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত ডিসেম্বরেও যুক্তরাষ্ট্রে গড়ে এক ডজন ডিমের দাম ছিল সোয়া ৪ ডলার। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ডিমের দাম সর্বোচ্চ ৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল।

পুলিশ জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার পর অ্যান্ট্রিম শহরতলির পিট অ্যান্ড জেরিস অর্গানিকস নামে একটি দোকানের পণ্য বিতরণ গাড়ি থেকে এক লাখ ডিম চুরি যায়।

চুরি যাওয়া ডিমের বাজারমূল্য ৪০ হাজার ডলারের বেশি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফ্রেজার। তিনি বলেন, এর মানে এটি একটি গুরুতর অপরাধ।

AHA
আরও পড়ুন