ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

একাকিত্ব ঘোচাতে জেলজীবন বেছে নিলেন বৃদ্ধা

জাপানের তোচিগি কারাগারে বন্দী বয়স্ক নারীরা নিয়মিত খাবার, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং বৃদ্ধ বয়সে যত্ন পান। একইসঙ্গে বাইরে যে সঙ্গীর অভাব তারা অনুভব করেন, সেটি এখানে থাকে না।

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

জীবন সায়াহ্নে নিঃসঙ্গতা যে কত বড় অভিশাপ!তা স্পষ্ট হয়ে উঠলো জাপানি বৃদ্ধা আকিওরের অদ্ভূত কীর্তিতে। শুধু একাকিত্ব ঘোচাতে চেয়ে আর বাকি জীবন বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা পাকা করতে তিনি এমন এক পথ খুঁজে নিলেন, যা অবিশ্বাস্য! একের পর এক অপরাধ করে তিনি জেলবন্দি হলেন। যেন অন্তত জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কারাগারের বাসিন্দাদের সঙ্গ পান। আপাতত অশীতিপর আকিওকে রাখা হয়েছে দেশের সবচেয়ে বড় কারাগার টোকিওর তোচিগি নারী জেলে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮১ বছরের আকিও আগে কখনও খাবার চুরি, কখনও আবার শপিং মলে গিয়ে হাতসাফাই করেছেন। যার জন্য ইতিমধ্যে দুবার তাকে জেলে যেতে হয়েছে। পরবর্তী সময়ে দীর্ঘদিন কারাবাসে থাকতে চেয়ে আরও বড় অপরাধের পরিকল্পনা করেন তিনি। আরও বড় চুরি করে শাস্তি পান এবং টোকিওর নারী সংশোধনাগারে বন্দি হন। এই জীবনই সবচেয়ে স্বচ্ছন্দ বলে জানান তিনি। 

তিনি বলেন, ‘আমি চুরির মতো একটা নিম্নমানের অপরাধের পথ বেছে নিয়েছি বাধ্য হয়ে। যদি আমি একটু আর্থিকভাবে সচ্ছল হতাম, একটা সুন্দর জীবন পেতাম, তাহলে তো এসব ভাবতে হতো না।’

তোচিগি নারী কারাগার। ছবি: সিএনএন

টোকিওর তোচিগি নারী জেলে এখন বন্দি ৫০০ জন, যারা বেশিরভাগই বয়স্ক। সেখানেই আছেন আকিও। 

তিনি বলেন, ‘জেলে খুব ভালো ভালো লোকজন আছেন। এটাই আমার কাছে সবচেয়ে ভালো জায়গা বলে মনে হচ্ছে। ছেলে কোনদিন আমাকে বাড়ি থেকে বের করে দেবে, এই ভয়ে আমি নিজেই বেরিয়ে এসে এই পথ ধরি। এই বয়সে তো আর কিছু করতে পারতাম না।’

জেলে যাওয়ার আগে আকিরা ছেলের সঙ্গে থাকতেন। ছেলে নাকি প্রায়ই তাকে গঞ্জনা করত, বারবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলত। এসব অত্যাচার আর সহ্য করতে পারছিলেন না তিনি। ফলে বেঁছে নেন অপরাধের পথ। চুরি করে জেলযাত্রা। 

কারাগারের একজন অফিসার তাকায়োশি শিরানাগা বলেন, বয়স্ক কয়েদিরা কারাগারে থাকাটা বাইরে একাকি মারা যাওয়ার চেয়ে বেশি পছন্দ করেন, এমনকি কারাগারে থাকার জন্য তারা প্রতি মাসে ২০ হাজার থেকে ৩০ হাজার ইয়েন দিতে ইচ্ছুক।

সূত্র: এনডিটিভি

KK
আরও পড়ুন