ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

১৯৩৮ সালের টিকিট দেখিয়ে ঢুকলেন মেলায়

আপডেট : ১৩ মে ২০২৫, ১০:২৬ এএম

জাপানের ওসাকা এক্সপো মেলার পরিচিতি রয়েছে বিশ্বজুড়ে। এবার সে মেলায় ঘটলো অদ্ভুত এক ঘটনা। ফুমিয়া তাকেনাওয়া নামে এক ব্যক্তি মেলায় ঢুকেছেন ৮৭ বছরের পুরোনো একটি টিকিট দেখিয়ে। 

জানা গেছে, টিকিটটি ১৯৪০ সালের ওসাকা এক্সপো মেলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সে বছর মেলা অনুষ্ঠিত হয়নি। মেলাটি অনুষ্ঠিত হওয়ার দুই বছর আগে ১০ লাখ ‘টিকিট বুকলেট’ ছাড়া হয়েছিল। প্রতিটি বুকলেটে ১২টি টিকিট থাকত। সে সময় প্রতিটি বুকলেট বিক্রি হয় ১০ ইয়েনে, যার বর্তমান বাজারদর প্রায় ১৭ হাজার ইয়েন।

বিশ্বযুদ্ধের ১৯৪০ সালের জাপান এক্সপো বাতিল হয়। কিন্তু মেলা বাতিল হলেও যাঁরা মেলার আগাম টিকিট কিনেছিলেন, তাঁরা আর যুদ্ধের ডামাডোলে টিকিটের অর্থ ফেরত চাওয়ার সুযোগ পাননি। সেই সময়ের একটি টিকিট ফুমিয়ার হাতে পড়ে। গত মার্চে তিনি জাপানের গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপো ১৯৪০–এর ওই টিকিট কেনেন।

২৫ বছর বয়সী ফুমিয়া শুরুতে টিকিটটি তাঁর বাড়িতে সাজিয়ে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরে টিকিটটি নিয়ে তাঁর কৌতূহল জাগতে শুরু করে। তাঁর মনে প্রশ্ন জাগে যে ২০২৫ সালের মেলায় তিনি এই টিকিট ব্যবহার করতে পারবেন কি না। যেমন ভাবনা, তেমন কাজ। ফুমিয়া জাপানের ওয়ার্ল্ড এক্সপো ২০২৫ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেন। আয়োজকেরা ফুমিয়াকে জানান, যদি টিকিটটি আসল হয় এবং সব শর্ত পূরণ করতে সক্ষম হয়, তাহলে তাঁরা খুশিমনে ওই টিকিট ব্যবহার করতে দেবেন।

মেলার আয়োজকেরা বলেন, ১৯৪০ সালের মেলার টিকিট যাঁরা কিনেছিলেন, তাঁদের বেলায় অতীতে যে নীতি অনুসরণ করা হয়েছিল, এটি তারই ধারাবাহিকতা। এর আগে ১৯৭০ সালের ওসাকা এক্সপোতে তাঁরা ১৯৪০ সালের মেলার তিন হাজার টিকিট ব্যবহার করতে দিয়েছেন। আর ২০০৫ সালে আইচি এক্সপোতে প্রায় ১০০ টিকিট ব্যবহার করা হয়।

JA
আরও পড়ুন