আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়াটা খুব একটি ঝামেলার কাজ নয়। আপনার মনের ওপর কোনো সীমাবদ্ধতা চাপিয়ে দেবেন না। আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন এবং আবিষ্কার করুন যে আমাদের মস্তিষ্কের গেমগুলির মাধ্যমে এটি কতদূর যেতে পারে।

আপনি যে ছবিটা দেখছেন, সেটা রঙিন অদ্ভুত আকারে ভর্তি– লাল, হলুদ, সবুজ, নীল, কমলা ও বেগুনি রঙের মিশ্রণ।
কিন্তু এই বিশৃঙ্খলার ভেতরে লুকানো আছে এক গোপন সংখ্যা– ২০২৫। রঙ ও আকারের সঙ্গে মিশে থাকায় একে খুঁজে বের করা মোটেও সহজ না।
পাঠকদের করতে হবে কী
* ছবির ভেতরে লুকানো ২০২৫ খুঁজে বের করতে হবে।
* চেষ্টা করুন ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে।
যদি খুঁজে পান
* মস্তিষ্কে ডোপামিন রিলিজ হবে– যা আনন্দ আর তৃপ্তি দেয়।
* চোখের প্যাটার্ন ধরার ক্ষমতা আরও তীক্ষ্ণ হবে।
* এক ধরনের “আহা!” অনুভূতি হবে – যেন বড় কোনো ধাঁধাঁ মিলে গেছে।
যদি না পান
* মস্তিষ্কে ভিজ্যুয়াল ওভারলোড তৈরি হবে, রঙিন আকারগুলো বিভ্রান্ত করবে।
* একটু হতাশা আর কৌতূহল তৈরি হবে– যা আবার খুঁজতে বাধ্য করবে।
অবশেষে যখন কেউ দেখিয়ে দেবে, তখন মনে হবে – ‘এতক্ষণেও কিভাবে চোখ এড়িয়ে গেলো?’
