টুইটারের প্রধান প্রতিযোগী হতে যাচ্ছে থ্রেডস

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০১:৩১ পিএম

খবর সংযোগ ডেস্ক: তথ্য-প্রযুক্তির বাজারে নতুন যুক্ত হচ্ছে মাইক্রোব্লগিং সাইট থ্রেডস। ইলন মাস্কের টুইটারের প্রধান প্রতিযোগী হতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-র সিইও মার্ক জাকারবার্গের থ্রেডস। এটি লিঙ্ক করা থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে। অ্যাপল অ্যাপ স্টোরে থ্রেডস অ্যাপটি বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে পাওয়া যাবে।

থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লেখেন, ‘ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে।’

সাম্প্রতিক বছরগুলোতে টুইটারের সাদৃশ্য বেশ কয়েকটি অ্যাপ বাজারে এসেছে। তবে ৪৪ বিলিয়ন ডলারের টুইটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কিছু করে দেখাতে পারেনি। এখানে থ্রেডস অনেক এগিয়ে। টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পদ রয়েছে মেটার। এ ছাড়া থ্রেডস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অংশ হবে, তাই এটি কয়েক মিলিয়ন অ্যাকাউন্টের সঙ্গেও সংযুক্ত থাকবে। 

ধারণা করা হচ্ছে, টুইটারের তুলে নেওয়া সুবিধাগুলোকেই হাতিয়ার হিসেবে কাজে লাগাবে জাকারবার্গ।  বিনামূল্যের পরিষেবা হতে পারে থ্রেডস অ্যাপ। ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবেন, থাকবে না তার কোনও সীমাবদ্ধতা। সূত্র: রয়টার্স, বিবিসি।

 

 

 

AH
আরও পড়ুন
সর্বশেষপঠিত