ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রযুক্তির সহায়তায় জর্ডানের গোপন সমাধিতে মিলল ১২ কঙ্কাল

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৬ এএম

জর্ডানের পেত্রা শহরের ট্রেজারি স্মৃতিস্তম্ভে একটি গোপন সমাধিতে ১২টি কঙ্কাল খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে সেগুলো উদ্ধার করা হয়েছে ।

সম্প্রতি স্মৃতিস্তম্ভের চারপাশে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করার অনুমতি পেয়েছিলেন ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ, জর্ডানিয়ান ডিপার্টমেন্ট অফ অ্যান্টিকুয়িটিস ও আমেরিকান সেন্টার অফ রিসার্চ-এর গবেষকরা।

তারা ওই স্মৃতিস্তম্ভের আশপাশের এলাকাও অনুসন্ধানের উদ্যোগ নিয়েছিলেন। এতে তারা ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তি ও মাটি ভেদ করা রেডার ব্যবহার করেছেন। আর এর থেকে যা পাওয়া গেছে, তা গবেষকদের ধারণার বাইরে। এর মধ্যে একটি কঙ্কাল এক ভাঙা জগের ওপরের অংশ আঁকড়ে ধরে ছিল, যা সম্ভবত খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর ঘটনা।

ইউনিভার্সিটি অফ অ্যান্ড্রুস-এর ভূপদার্থবিদ ও অধ্যাপক রিচার্ড বেটস বলেছেন, এর দেহাবশেষে শিশু থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত নারী ও পুরুষ উভয়ই আছে।

গবেষকদের আশা, এই অনুসন্ধান ট্রেজারি ও নাবাতিয়ান রাজ্যের মানুষদের নিয়ে হয়ত নতুন তথ্যের যোগান দেবে।

গত দুই দশকের বেশি সময় আগে ট্রেজারি স্মৃতিস্তম্ভটির অপর পাশে প্রায় একই ধরনের সমাধির খোঁজ মিলেছিল, যেখানে প্রতি বছরই লাখ লাখ দর্শক এলাকাটি দেখতে আসেন। স্মৃতিস্তম্ভটি প্রায় দুই হাজার বছর আগে এক মরুভূমির গিরিখাতের দেয়ালে খোদাই করেছিলেন নাবাতিয়ান বা উত্তর আরবের লোকজন। তবে এটি নির্মাণের সত্যিকারের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।

JA/FI
আরও পড়ুন