ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩৬ জুলাইয়ের আকাঙ্খা

ইন্টারনেটের দাম কমাচ্ছে সরকার

সাশ্রয়ী মূল্য, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার বিটিআরসির। এরই অংশ হিসেবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

৫ আগস্টের গণঅভ্যুত্থান (৩৬ জুলাই হিসেবে পরিচিত) এর নায়ক তরুণ প্রজন্মের আকাঙ্খা পূরণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের বিদ্যমান বিভিন্ন লাইসেন্সিং কাঠামো পর্যালোচনা করে পরিষেবার গুণমান নিশ্চিত এবং সীমাহীন মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ চালু করার বিষয়টি বিবেচনা করছে বিটিআরসি।

সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোঃ এমদাদ উল বারী সাংবাদিকদের বলেন, সাশ্রয়ী মূল্য, বৈচিত্র্যময় ও নিরাপদ পরিষেবা নিশ্চিত করার অঙ্গীকার বিটিআরসির। এরই অংশ হিসেবে নতুন বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিষেবা সরবরাহের মূল অংশ হিসাবে ডেটার দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী ও বৈচিত্র্যময় করা হবে। এর জন্য সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

এমদাদ উল বারী আরো বলেন, ডেটা মূল্য অবশ্যই কমানো উচিত, কারণ এটি পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।

জানা গেছে, এদিকে, বিটিআরসির উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি) ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানোর জন্য বিটিআরসিকে প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে ইন্টারনেটের দাম কমবে।

আইআইজিএবি'র প্রস্তাবিত ব্যান্ডউইথের মূল্য বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা প্রতি মেগা ব্যান্ডউইথ (বিভিন্ন স্ল্যাবে) ৫০-৭৫ টাকা কমাতে পারবে বা গ্রাহকদের কাছ থেকে কম চার্জ নিতে পারবে। এরই মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক তরুণ প্রজন্মের জন্য সীমাহীন সময়ের জন্য ডেটা এবং বছরব্যাপী বান্ডেল অফারসহ 'জেন-জি' প্যাকেজ চালু করেছে।

আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম সাংবাদিকদের বলেন, 'আমরা ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে ইন্টারনেটের আউটরিচের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারী বাড়াতে এই উদ্যোগ নিয়েছি।'

আরও পড়ুন