ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না, বুঝবেন যেভাবে

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৭:৫২ পিএম

ছুটিতে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। হোটেলের রুমে কেউ কেউ গোপন ক্যামেরা রেখে দিচ্ছে খুব সচেতনভাবেই। আপনি বুঝতে না পেরেই তাদের পাতা ফাঁদে পা দেওয়ার কারণে হয়রানির স্বীকার হতে পারেন। এখন প্রায়শই শোনা যায় যে, বিভিন্ন স্পা সেন্টার, পাবলিক টয়লেট কিংবা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানা রকমভাবে হয়রানি করে কিছু খারাপ মানুষ।

হোটেল হোক বিংবা কোন ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা। একটু বুদ্ধি খাটালেই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়।

ছয়টি কৌশল কাজে লাগিয়ে আপনি হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না তা বুঝতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক-

ফোনে কথা বলার সময় শব্দ হলে

ফোনে কথা বলার সময়ে ‘বাজে আওয়াজ’ হলে সাবধান! ওয়্যারলেস ক্যামেরা রেডিও তরঙ্গ নির্গত করে, যা ফোন কলের মধ্যে ‘বজবজে’, ‘ক্র্যাক’ বা ‘বিপ’ শব্দ তৈরি করতে পারে। ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটুন ও ফোনে কথা বলুন। যদি কোনো নির্দিষ্ট জায়গায় শব্দ হয়, সেখানেই লুকিয়ে থাকতে পারে গোপন ডিভাইস।

আয়নার ‘ফিঙ্গার টেস্ট’

দুই দিক থেকে দেখা যায় এমন আয়না চিনুনআঙুল ছুঁইয়ে দেখুন। রিফ্লেকশনে আপনার আঙুলের সঙ্গে ছোঁয়ার মতো মনে হচ্ছে? তাহলে এটি হতে পারে টু-ওয়ে মিরর, যেখানে পেছনের দিকে নজরদারি করা যায়। আয়নার প্রান্ত ও পেছনে লাইট ফেলে খুঁটিয়ে দেখুন।

মোবাইল টর্চ জ্বালান

ক্যামেরা লেন্স চিনুনঘরের সব আলো নিভিয়ে ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে চারপাশ স্ক্যান করুন। অ্যালার্ম ক্লক, শো-পিস, পাখা, ভেন্ট বা চার্জার সকেট লক্ষ্য করুন। কোনো বস্তু থেকে হালকা নীল বা বেগুনি রঙের প্রতিফলন দেখা দিলে সেটি হতে পারে ক্যামেরা লেন্স।

ওয়াই-ফাই স্ক্যান

কে কার সঙ্গে কানেক্টেড? হোটেলের ওয়াই-ফাইতে কানেক্ট হয়ে ‘ফাইং’ বা ‘নেটওয়ার্ক স্ক্যানার’ মতো অ্যাপ দিয়ে দেখুন কী কী ডিভাইস কানেক্টেড। কোনো ‘আইপি ক্যামেরা’ বা ‘ওয়েবক্যাম’-এর মতো নাম থাকলে সাবধান। পরে ওয়াই-ফাই বন্ধ করে দেখুন ডিভাইসটি হঠাৎ উধাও হয় কি না।

স্মার্ট অ্যাপস ব্যবহার করুন

আইফোনে ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ বা অ্যান্ড্রয়েডে ‘গ্ল্যাইন্ট ফাইন্ডার’ অ্যাপ ইনস্টল করে ঘর স্ক্যান করুন। রেডিও ফ্রিকোয়েন্সি বা ম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়লে সেই অংশ ভালো করে পরীক্ষা করুন।

ক্যামেরার আলো

ইন্ফ্রারেড ক্যামেরা খুঁজে পেতে অন্ধকারেই চোখ রাখুন বেশিরভাগ হিডেন ক্যামেরায় ইন্ফ্রারেড আলো থাকে, যা অন্ধকারে ছোট লাল বা সবুজ বিন্দু হিসেবে দেখা যায়। ঘরের লাইট বন্ধ করে, জানালা ঢেকে, ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন।

Raj/FJ
আরও পড়ুন