ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভুলে ফিশিং লিঙ্কে ক্লিক করে ফেললে কী করবেন

আপডেট : ১১ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট, স্মার্টফোন, কম্পিউটার কিছুই বাদ নেই, যেখানে হ্যাকারদের তৎপরতা থেমে আছে। বিভিন্ন ফিশিং লিঙ্কের মাধ্যমে তারা হরহামেশাই প্রতারণা করার কাজ করে থাকে।

ফিশিং লিঙ্ক হলো একটি সাইবার আক্রমণ, যেখানে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত সকল তথ্য, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি চুরি করতে নানা কৌশল ব্যবহার করে থাকে। লিঙ্কগুলো আপনার ই-মেইল কিংবা বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো হয়।

ফিশিং লিঙ্কে ক্লিক করা থেকে নিজেকে বাঁচাতে সাবধান থাকুন। সন্দেহজনক লিঙ্কগুলোতে ভুল করেও কোনো ক্লিক করবেন না। তবে যদি আপনার ফোনে আসা কোনো ফিশিং লিঙ্ক আপনি না বুঝেই ক্লিক করে ফেলেন তাহলে কি করবেন। অনেক সময়ই এই ভুল অনেকেই করে থাকেন। আর তারপরই আপনার ফোনের দখল পেয়ে যায় হ্যাকার। তবে আপনি যদি লিঙ্কে ক্লিক করেই ফেলেন তাহলে নিশ্চিত করতে হবে যে, ব্যক্তিগত তথ্য (যেমন, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নম্বর) সেখানে দেননি।

যদি ভুল করে করেন, তাহলে যা করবেন-

  • দ্রুত সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। দেরি করবেন না।
  • এরপর ডিভাইস স্ক্যান করুন। ম্যালওয়্যার স্ক্যান করার জন্য ভালো অ্যান্টি-ভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করুন।
  • এবার আবার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলান, বিশেষত ব্যাঙ্ক ও সমাজমাধ্যমের, যাতে সেখান থেকে তথ্য প্রতারকেরা না পায়।
  • যদি আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েই গিয়েছে, তাহলে আপনি সেটি দ্রুত রিসেট করতে পারেন।
Raj/AHA
আরও পড়ুন