চীনে প্রথমবারের মতো ফুটবল ম্যাচে অংশ নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) হিউম্যানয়েড রোবট। বেইজিংয়ে আয়োজিত এই বিশেষ ম্যাচে রোবটরা মাঠে নেমেছিল নিজেদের দক্ষতা প্রমাণে। সেই ম্যাচের ফুটবল মাঠ ছাড়া বাকি সবই ছিল কৃত্রিম উপাদানে তৈরি। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম বুস্টার রোবোটিকসের তৈরি একাধিক হিউম্যানয়েড রোবট মাঠে নেমেছিল ফুটবল খেলতে।
রোবটগুলোর নির্মাতাপ্রতিষ্ঠান বুস্টার রোবোটিকসের প্রতিষ্ঠাতা ও সিইও চেং হাও বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে হিউম্যানয়েড রোবট পরীক্ষার সুযোগ আছে। ভবিষ্যতে মানুষ রোবটদের সঙ্গে খেলতে পারে। বেইজিংয়ের ফুটবল মাঠের খেলা দেখে বলা যায়, হিউম্যানয়েডদের ফুটবল খেলতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। ভবিষ্যতে আমরা রোবটদের মানুষের সঙ্গে ফুটবল খেলার ব্যবস্থা করতে পারি।’
চীনের প্রতিযোগিতাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবট দলের মধ্যে অনুষ্ঠিত হয়। বিভিন্ন দল নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে রোবটদের নিজেদের মতো পরিচালিত করেন। ফাইনাল ম্যাচে, সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের টিএইচইউ রোবোটিকস চায়না এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের মাউন্টেন সি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ভিডিওতে দেখা গেছে, ফুটবল খেলার সময় বলে লাথি মারতে বা সোজা থাকতে বেশ লড়াই করেছে এআই রোবটগুলো। মাটিতে পরে যাওয়ায় রীতিমতো স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে একটি রোবটকে।
নির্মাতারা বলছেন, খেলাধুলার মতো প্রতিযোগিতার মাধ্যমে রোবটের সক্ষমতা যাচাই করা সম্ভব। যদিও এখনো তারা মেসি কিংবা এমবাপ্পের মতো দক্ষতার ধারেকাছেও পৌঁছায়নি। ফুটবল খেলার আধুনিক কৌশল এখনো পুরোপুরি রপ্ত করতে পারেনি রোবটগুলো। আর তাই এআই রোবটগুলো শিগগিরই মেসি বা এমবাপ্পের মতো বিখ্যাত ফুটবলার বিকল্প হবে না। সূত্র: দ্য গার্ডিয়ান