ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant) হল এমন একজন ব্যক্তি যিনি দূর থেকে কাজ করে বিভিন্ন কোম্পানি কিংবা ব্যক্তির জন্য প্রশাসনিক, প্রযুক্তিগত, বা সৃজনশীল কাজ করে থাকেন। সাধারণত, এই ধরনের কাজ বাসা থেকে অনলাইনে করা হয়ে থাকে।
এটা আসলে নির্ভর করছে কাজের দক্ষতা ও অভিজ্ঞতার উপর। কাজের ধরণভেদে স্যালারি কমবেশি হয়ে থাকে। তবে বিগিনার হিসেবে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রতি ঘন্টায় সর্বনিম্ন ৫ ডলার করে পেতে পারেন।
গ্লাসডোর এর তথ্য মোতাবেক আমেরিকান মার্কেটে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গড়ে প্রতিবছর প্রায় ৪৫,০০০ ডলার আর্ন করে থাকেন।
আজকাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদের চাহিদা অনেক বেড়েছে, কারণ তারা ক্লায়েন্টদের জন্য কাজগুলি আরও কার্যকরভাবে এবং সাশ্রয়ীভাবে সম্পন্ন করতে পারে।