গ্রোক চ্যাটবট দিয়ে অশালীন ছবি তৈরি বন্ধ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

তীব্র সমালোচনা ও আইনি চাপের মুখে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’ এর মাধ্যমে অশালীন ছবি তৈরির সুবিধা বন্ধ করার ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রোক এখন থেকে বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে অশালীন বা উন্মুক্ত পোশাকে প্রদর্শন করতে পারবে না।

এক্স-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বাস্তব মানুষের ছবিকে বিকিনি, অন্তর্বাস বা অনুরূপ কোনো কুরুচিপূর্ণ পোশাকে রূপান্তরের সুযোগ প্রযুক্তিগতভাবে চিরতরে বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্রিমিয়াম (পেইড) গ্রাহক সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মূলত ‘ডিপফেক’ প্রযুক্তির অপব্যবহার রোধ এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত।

সম্প্রতি গ্রোক ব্যবহার করে তৈরি করা বিভিন্ন যৌন আবেদনময় ডিপফেক ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাস্তব মানুষের এমনকি শিশুদের ছবি বিকৃত করে অশালীন কনটেন্ট বানানো হচ্ছে। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শীর্ষ কৌঁসুলি গ্রোকের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন।

এক্স আরও জানিয়েছে, যেসব দেশে এ ধরনের কনটেন্ট তৈরি অবৈধ, সেখানে ‘জিওব্লকিং’ ব্যবস্থার মাধ্যমে গ্রোকের এই ফিচারটি পুরোপুরি নিষ্ক্রিয় রাখা হবে। তবে প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক জানান, কেবল কল্পিত বা কাল্পনিক প্রাপ্তবয়স্ক চরিত্রের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকতে পারে, যা অনেকটা আর-রেটেড (R-rated) সিনেমার মানদণ্ডের মতো হবে। কিন্তু কোনোভাবেই বাস্তব মানুষের ছবি সেখানে ব্যবহার করা যাবে না।

গ্রোকের মাধ্যমে এআই এর এমন অপব্যবহারের কারণে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ইতিমধ্যে এই চ্যাটবটটি ব্যবহারের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপ ও এশিয়ার আরও কয়েকটি দেশও গ্রোকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে এক্স-এর এই সিদ্ধান্ত ইতিবাচক। তবে কেবল প্রযুক্তিগত নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, বরং এআই অপব্যবহার রোধে বৈশ্বিক পর্যায়ে শক্ত আইন ও নজরদারি প্রয়োজন।

NB/FJ
আরও পড়ুন