কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে এখন খুব সহজেই ভুয়া ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রতারণা, বিভ্রান্তি বা ভুয়া তথ্য প্রচারের ঝুঁকি বাড়াচ্ছে। তাই সচেতন থাকার জন্য এআই-তৈরি ছবি চেনার কৌশল জানা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, কিছু লক্ষণ খেয়াল করলে সহজেই বোঝা যায় কোনো ছবি বাস্তব নাকি কৃত্রিমভাবে তৈরি।
যেভাবে চিনবেন এআই-তৈরি ছবি-
অস্বাভাবিক হাত ও আঙুল
এআই-তৈরি ছবিতে হাত ও আঙুলে অসামঞ্জস্য দেখা যায়। আঙুলের সংখ্যা বেশি বা কম হওয়া, আকারে বিকৃতি কিংবা অস্বাভাবিক বাঁক এ ধরনের ছবিতে সাধারণত চোখে পড়ে। অনেক সময় ছয় আঙুলও দেখা যায়।
চোখের অস্বাভাবিকতা
মানুষের চোখের প্রতিচ্ছবি অত্যন্ত সূক্ষ্ম। কিন্তু এআই ছবিতে চোখের মণি অস্বাভাবিক আকার ধারণ করতে পারে, প্রতিচ্ছবি থাকে না, কিংবা চারপাশের ভাঁজ অস্বাভাবিকভাবে মসৃণ দেখা যায়।
অসামঞ্জস্যপূর্ণ পটভূমি
রাস্তা, গাছ, যানবাহন কিংবা আলোর অবস্থা প্রায়ই বাস্তবের সঙ্গে মেলে না। কখনো কখনো ছবিকে জোড়া লাগানো মনে হয়।
ঝাপসা ছোটখাটো উপাদান
চশমার ফ্রেম, কানের দুল, কাপড়ের নকশা, ঘড়ির ডায়াল ইত্যাদি সূক্ষ্ম বিষয়গুলোতে অস্পষ্টতা বা বিকৃতি দেখা যায়। দাঁত ও চুলও অস্বাভাবিকভাবে মসৃণ হতে পারে।
আলোর উৎস ও ছায়ার অসংগতি
বাস্তব ছবির মতো ছায়ার দিক মেলে না। কখনো একই ছবিতে একাধিক ছায়া দেখা যায়, আবার কখনো ছায়া অস্বাভাবিক আকার ধারণ করে।
শনাক্তকরণ টুলের ব্যবহার
শুধু পর্যবেক্ষণ নয়, এআই শনাক্তকরণ টুলও কাজে লাগানো যায়। যেমন aiornot.com বা tineye.com সাইট ছবি বিশ্লেষণ করে জানিয়ে দেয় তা বাস্তব নাকি এআই-তৈরি।
বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ভুয়া ছবি তৈরির ঝুঁকিও বাড়ছে। তাই সাধারণ ব্যবহারকারীদের সচেতন হয়ে ছবি যাচাই করে তথ্য গ্রহণ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নতুন iPhone Air উন্মোচন করলেন বাংলাদেশি ডিজাইনার
জনপ্রিয় হয়ে উঠছে ‘10 Seconds Back To Back’