সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ট্রেন্ডিংয়ে ‘ন্যানো ব্যানানা’ ছবি। ডেস্কে রাখা কম্পিউটার স্ক্রিনে কারও ছবি আর সেই স্ক্রিনের সামনে রাখা হুবহু একরকম ছোট্ট পুতুল- এমন ছবিতে ভরে গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সসহ নানা প্ল্যাটফর্ম।
সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন তারকারাও। ফলে কয়েক দিনের মধ্যেই এটি ভাইরাল হয়ে উঠেছে।
‘ন্যানো ব্যানানা’ কী
আসলে এটি একটি থ্রিডি ফিগার তৈরি করার কৌশল। গুগল জেমিনি এআই ব্যবহার করে খুব সহজেই তৈরি করা যায় এই ধরনের ছবি। ব্যবহারকারীরা নিজেদের ছবি বা প্রিয়জনের ছবি দিয়ে এরকম ক্ষুদ্রাকৃতির বাস্তবসম্মত ফিগার বানাচ্ছেন এবং সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
কিভাবে বানাবেন ‘ন্যানো ব্যানানা’ ছবি
- প্রথমে গুগল জেমিনি অ্যাপ খুলুন।
- যেই ছবিটি দিয়ে থ্রিডি ফিগার বানাতে চান, সেটি আপলোড করুন।
- নির্দেশনা দিন কী ধরনের ছবি চান। যেমন: Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk.
- নির্দেশনা সাবমিট করুন।
- কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হবে আপনার কাঙ্ক্ষিত ‘ন্যানো ব্যানানা’ ছবি।
প্রযুক্তির ছোঁয়ায় নতুন এই ট্রেন্ড মুহূর্তেই তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ট্রেন্ড শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়, বরং এআই প্রযুক্তির সৃজনশীল ব্যবহারকে নতুনভাবে জনপ্রিয় করে তুলছে।
এআই প্রযুক্তিতে তৈরি ছবি চেনার সহজ উপায়
ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার এবার হোয়াটসঅ্যাপে