বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক এবার তার সংস্থা এক্সএআই (xAI) এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্বকোষ ওয়েবসাইট উইকিপিডিয়াকে চ্যালেঞ্জ জানাতে নতুন উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক (Grok) এর নামে এই নতুন ওয়েবসাইটটির নাম হতে যাচ্ছে ‘গ্রকিপিডিয়া’।
এক্স হ্যান্ডেলে ইলন মাস্কের শেয়ার করা এক পোস্টে দাবি করা হয়েছে, গ্রকিপিডিয়া হতে চলেছে বিশ্বের বৃহত্তম নলেজ সোর্স (Knowledge Source)। এর ব্যবহারে কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং এটি মানুষ ও এআই উভয়ের জন্যই কার্যকর হবে। ওই পোস্টে গ্রকিপিডিয়াকে ‘কেবল সত্যির জন্যই তৈরি হয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে এবং এটি যেকোনো পক্ষপাত থেকে মুক্ত থাকবে বলেও দাবি করা হয়েছে।
গ্রকিপিডিয়াকে নির্ভুলভাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে গ্রক এআই (Grok AI)। এই এআই চ্যাটবটটি বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করবে এবং ভুল তথ্য বাছাইয়ের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ, এই প্ল্যাটফর্মটি ফ্যাক্টচেকের (Fact-check) কাজেও ভূমিকা পালন করবে বলে দাবি করা হয়েছে।
তবে মাস্ক বা গ্রকের পক্ষ থেকে এই সব ব্যাপারে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা দেওয়া হয়নি।
ইলন মাস্ক অতীতে একাধিকবার উইকিপিডিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বিশেষ করে, তিনি উইকিপিডিয়ার নন-প্রফিট অর্গানাইজেশনের ফান্ডিং এবং এর বাম মনোভাবাপন্ন দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেছিলেন। মাস্কের অভিযোগ ছিল, উইকিপিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে কমবয়সীদের মনোভাব ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। এই কারণেই উইকিপিডিয়ার ধাঁচে একটি প্ল্যাটফর্ম তৈরি করার উদ্যোগ নিয়েছেন মাস্ক, যেখানে সবাই সঠিক তথ্য পেতে পারে।
বর্তমানে উইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বকোষ, যা উইকিপিডিয়ান নামে পরিচিত স্বেচ্ছাসেবক সম্প্রদায় কর্তৃক লিখিত এবং রক্ষণাবেক্ষণকৃত। এতে বর্তমানে ৩৫৭টি ভাষা সংস্করণ রয়েছে।
সোরা অ্যাপে কপিরাইট নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ওপেনএআই
ফোনের চার্জিং পোর্ট নষ্ট হয়ে যেতে পারে যেসব ভুলে