ভিডিও তৈরির প্ল্যাটফর্ম সোরা (Sora) অ্যাপে কপিরাইট নিয়ন্ত্রণ এবং কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে ওপেনএআই (OpenAI)। এই উদ্যোগের ফলে চলচ্চিত্র ও টেলিভিশনসহ অন্যান্য কনটেন্ট নির্মাতারা তাদের সৃষ্ট চরিত্র বা কনটেন্টের ব্যবহার আরও সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। একই সঙ্গে, তাদের কনটেন্ট ব্যবহার করে তৈরি ভিডিও থেকে আয়ের সুযোগ তৈরি হলে, সেই রাজস্ব মালিকদের সঙ্গে ভাগাভাগি করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান শুক্রবার (৩ অক্টোবর) তাঁর ব্যক্তিগত ব্লগে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, কপিরাইট মালিকরা এখন থেকে তাদের চরিত্র ব্যবহারের ক্ষেত্রে আরও সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারা চাইলে নির্দিষ্ট চরিত্র ব্যবহারে বাধাও দিতে পারবেন।
এআই-তৈরি ভিডিও কনটেন্টের ব্যবহার দ্রুত বাড়লেও এ নিয়ে কপিরাইট জটিলতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে হলিউডসহ সৃজনশীল খাতের শিল্পীরা এআইয়ের মাধ্যমে তাদের কাজ অননুমোদিতভাবে ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই উদ্বেগের মধ্যেই ডিজনির মতো বৃহৎ প্রতিষ্ঠান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে, তারা তাদের কনটেন্ট সোরা অ্যাপে ব্যবহার করতে দেবে না।
বর্তমানে, যুক্তরাষ্ট্র ও কানাডায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া সোরা অ্যাপে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারছেন। ওপেনএআই জানিয়েছে, তারা প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক ভিডিও তৈরি হতে দেখছে, বিশেষ করে ছোট ও বিশেষায়িত দর্শকদের জন্য ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে।
অল্টম্যান জানিয়েছেন, কপিরাইট মালিকদের সঙ্গে রাজস্ব ভাগাভাগির বিষয়টি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে এটি সোরা অ্যাপেই চালু করা হবে। পরে মাইক্রোসফটের সমর্থনপুষ্ট এই কোম্পানিটির অন্যান্য সেবার ক্ষেত্রেও একই মডেল চালুর পরিকল্পনা রয়েছে।
গত বছর থেকেই ওপেনএআই তাদের সোরা মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে। এ উদ্যোগকে এআই-ভিত্তিক বহুমাত্রিক প্রযুক্তিতে এক নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিদ্বন্দ্বী হিসেবে গুগল ও মেটা’র মতো প্রতিষ্ঠানগুলোও ইতিমধ্যে টেক্সট-টু-ভিডিও টুল বাজারে এনেছে।
চ্যাটজিপিটিতে নতুন ফিচার যুক্ত
লিঙ্কডইনকে চ্যালেঞ্জ করতে জব সাইট তৈরি করছে ওপেনএআই