পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক নিরাপদ নয়

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম

আপনি যদি বিনামূল্যের পাবলিক ওয়াইফাই (Free WiFi) ব্যবহার করেন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাবলিক স্থানে ব্যবহৃত এই ফ্রি ওয়াই-ফাই সংযোগ অনেক সময় হ্যাকারদের ফাঁদে পরিণত হয়।

বিনামূল্যের পাবলিক WiFi কী

বিনামূল্যের ওয়াই-ফাই সাধারণত বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর, ক্যাফে, রেস্তোরাঁ ও পাবলিক লাইব্রেরির মতো জায়গায় পাওয়া যায়। এই ধরনের নেটওয়ার্কে ব্যবহারকারীরা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেট দিয়ে সক্রিয় ডেটা প্ল্যান ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ ওপেন নেটওয়ার্ক হিসেবে সেট করা থাকে, অর্থাৎ যে কেউ পাসওয়ার্ড ছাড়াই এতে সংযুক্ত হতে পারেন।

কেন বিপজ্জনক এই ফ্রি WiFi

যেহেতু পাবলিক ওয়াই-ফাইয়ে যে কেউ সংযুক্ত হতে পারে, তাই হ্যাকারদের জন্য এটি সহজ টার্গেট। তারা একই নেটওয়ার্কে যুক্ত হয়ে ভাইরাস বা ম্যালওয়্যার পাঠাতে পারে, এমনকি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যও চুরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই নেটওয়ার্কগুলোতে নিরাপত্তা আপডেটের অভাব থাকে, যা হ্যাকারদের জন্য বড় সুযোগ তৈরি করে। তাই এমন নেটওয়ার্ক ব্যবহার করে কখনোই ইমেইল, ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট অ্যাপ খুলে লেনদেন করা নিরাপদ নয়।

কীভাবে এড়াবেন বিপদ?

পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় কিছু সতর্কতা মেনে চলতে হবে। একেবারে প্রয়োজন না হলে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কে ফোন বা ল্যাপটপ সংযুক্ত করবেন না। যদি সংযুক্ত হন, তাহলে কোনো ডিজিটাল পেমেন্ট, সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত লগইন সংক্রান্ত কাজ করবেন না।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা শিক্ষার্থী ও সাধারণ ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন—পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় নিজের ব্যক্তিগত বা পেশাদার অ্যাকাউন্টে লগইন না করতে। কারণ অসতর্কতার কারণে এই ফ্রি অফারই বড় ধরনের জালিয়াতি বা কেলেঙ্কারির পথে নিয়ে যেতে পারে।

SN