দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৪৫৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে আজ সোমবার (১৫ ডিসেম্বর) থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা কার্যকর হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ধরা হয়েছে ৪ হাজার ৫৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাড়ানো হলো পেঁয়াজ আমদানির অনুমতি 