একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সাধারণ গ্রাহকরা আজ থেকে তাদের আমানতের অর্থ ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে এক গ্রাহকের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
এদিকে, পাঁচটি ইসলামি ব্যাংকের আমানত ফেরতের সময়সূচি নির্ধারণ এবং সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ স্কিম চূড়ান্ত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ স্কিমের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এ ধরনের আমানত যে কোনো সময় পুরোটা তোলা সম্ভব। অন্যদিকে, যাদের আমানত দুই লাখ টাকার বেশি, তারা তাদের অর্থ কিস্তিতে উত্তোলন করতে পারবেন। এই ক্ষেত্রে চলতি ও সঞ্চয়ী আমানত নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী উত্তোলন করা যাবে এবং সম্পূর্ণ টাকা তোলার জন্য সর্বাধিক ২৪ মাস সময় লাগতে পারে।
সর্বশেষ, ক্যানসার, কিডনি ডায়ালাইসিস বা অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত গ্রাহকদের জন্য বিশেষ মানবিক সুবিধা রাখা হয়েছে। তারা চিকিৎসার প্রয়োজনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ছাড়িয়ে হলেও তাদের আমানতের অর্থ তোলার সুযোগ পাবেন।
নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম