ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিদেশে কার্ড ব্যবহার

ডিসেম্বরে বাংলাদেশিদের খরচ ৫৭৯ কোটি ডলার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ এএম

চলতি অর্থবছরের (২০২৩-২৪) গত ডিসেম্বর মাসে বিদেশে গিয়ে বাংলাদেশিরা খরচ করেছেন ৫৭৯ কোটি ডলার। আর এর আগের মাস নভেম্বরে খরচ হয়েছিল ৪৮৭ কোটি ডলার। এতে এক মাসের ব্যবধানে বাংলাদেশিদের খরচ বেড়েছে ৯২ কোটি ডলার বা ১৮ শতাংশের বেশি। অন্যদিকে বিদেশিদের বাংলাদেশে এসে খরচের পরিমাণ কমেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে বিদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার ডিসেম্বরে ছিল ১৮৪ কোটি টাকা। যা আগের মাস নভেম্বরে হয়েছিল ১৯৪ কোটি ডলার। ফলে এক মাসে বিদেশিদের খরচ কমেছে ১০ কোটি ডলার বা ১০.৬২ শতাংশ।

এদিকে দেশের মধ্যে ক্রেডিট কার্ডের ব্যবহার গত ডিসেম্বরে বেড়েছে। গত ডিসেম্বরে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি টাকা। যা নভেম্বরে খরচ হয়েছিল ২ হাজার ৫৪০ কোটি টাকা। এতে করে মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে ব্যবহার বেড়েছে ১৩৪ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও বলছে, ডিসেম্বর মাসে ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ১১৫ কোটি ৬০ লাখ টাকা। যা নভেম্বরে খরচ হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ টাকা। এতে করে ভারতে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা বা ৩২.৮৭ শতাংশ। এরপরের অবস্থানে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে গিয়ে খরচ করেছেন ৭৩ কোটি ২০ লাখ ডলার।

এছাড়া বাংলাদেশিরা বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার করেছেন সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে।

IL/FI
আরও পড়ুন