ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেয়ারবাজার

বুধবার লেনদেনে যাচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৭:০১ পিএম

বুক বিল্ডিং পদ্বতিতে অনুমোদন পাওয়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে শেয়ারবাজারে লেনদেনে যাচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। বুধবার (৬ মার্চ) কোম্পানিটির লেনদেন শুরু হবে। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড ‘এশিয়াটিকল্যাব’। আর ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড ১৮৪৯৮। সিএসইতে কোম্পানির স্ক্রিপ্ট কোড ১৮০১৩। কোম্পানিটি ‘ওষুধ ও রসায়ন’ খাতে তালিকাভুক্ত হবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) কোম্পানির আইপিওর শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হয়। কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ৯৫ কোটি টাকার বিপরীতে ৩৯৪ কোটি ৭১ লাখ ৪ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়ে। আর গত ৪ ফেব্রুয়ারি এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হয়। এ আবেদন গ্রহণ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।

উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির সম্পদের ভ্যালুয়েশন নিয়ে প্রশ্ন ওঠায় সাবস্ক্রিপশন প্রক্রিয়া স্থগিত করে বিএসইসি। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে ওই বছরের ২৮ নভেম্বর বিএসইসির ৮৮৯তম কমিশন সভায় আলোচ্য স্থগিতাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটিকে বিএসইসি ৮৩৭তম কমিশন সভায় বুক বিল্ডিং পদ্ধতির আইপিও অনুমোদন দেওয়া হয়।

IL/SA
আরও পড়ুন