ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আলোচনা সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী

কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে পুঁজিবাজার এগিয়ে যাবে

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০১:৪৫ এএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অধীনে শেয়ারবাজারসহ অন্যান্য স্টেকহোল্ডাররা ঐক্যবদ্ধভাবে কাজ করলে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে দেশ ও পুঁজিবাজার অনেক দূর এগিয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভবনা রয়েছে।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

টিটু বলেন, আজকে আমরা মূল্য নির্ধারণ নিয়ে চিন্তা করছি, যৌক্তিক মূল্য খুঁজছি। এই জায়গাটায় একটা বিশাল ভূমিকা রাখতে পারবে কমোডিটি এক্সচেঞ্জ। বিশেষ করে আলু, চিনি ও তেল এই ৩টি দিয়ে বছরই কমোডিটি এক্সচেঞ্জ শুরু করা যেতে পারে। প্রথমে নন ডেলিভারি পরবর্তীতে ডেলিভারি দিয়ে শুরু করা যেতে পরে।
 
বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, গোল্ড এক্সচেঞ্জ নিয়ে ২০১৩ সালে আমরা প্যান এশিয়ার সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি চুক্তি স্বাক্ষর করেছিলাম। এটার মাধ্যমে আমরা গোল্ড এক্সচেঞ্জ করতে পারি। এটার সম্ভাবনা অনেক। বিশেষ করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংক এবং যারা ডাইভারসিফাইড পোর্টফোলিও নিয়ে কাজ করে তাদের জন্য নতুন মাত্রা যুক্ত হবে। কারণ এখানে ফিউচার থাকবে ফরোয়ার্ড মার্কেট থাকবে, এখানে হেজিং করার সুযোগ থাকবে। সুতরাং অনেকগুলো পথ উন্মোচিত হবে।

AS
আরও পড়ুন